এভিয়েশন ডেস্ক: ব্রাজিলের সাও পাওলোতে উড্ডয়নের প্রস্তুতির সময় একটি যাত্রীবাহী বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রানওয়েতে থাকা অবস্থায় গ্রাউন্ড ইকুইপমেন্ট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো বিমান। এ সময় বিমানে থাকা আতঙ্কিত যাত্রীরা নিজেদের মালপত্র ফেলে জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে বেরিয়ে আসেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাও পাওলোর গুয়ারুলহোস বিমানবন্দরে ‘ল্যাটাম এয়ারলাইন্সের’ একটি ফ্লাইটে এই দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর ও এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ল্যাটাম এয়ারলাইন্সের ‘এলএ ৩৪১৮’ (LA3418) ফ্লাইটটি সাও পাওলো থেকে পোর্তো আলেগ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এয়ারবাস এ-৩২০ (A320) বিমানটিতে সে সময় ১৬৯ জন যাত্রী ছিলেন। হঠাৎ করেই বিমানের কার্গো হোল্ডে মালামাল তোলার কাজে ব্যবহৃত একটি কনভেয়ার বেল্টে আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানের নিচ থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠছে। আগুনের ভয়াবহতা দেখে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। ভিডিওতে যাত্রীদের প্রাণভয়ে চিৎকার করতে এবং দ্রুত বিমান থেকে বের হওয়ার জন্য ধাক্কাধাক্কি করতে দেখা যায়।
বিমানকর্মীরা (কেবিন ক্রু) দ্রুততার সাথে যাত্রীদের জরুরি নির্গমন পথের দিকে পরিচালিত করেন। কিছু যাত্রীকে ‘ইমার্জেন্সি স্লাইড’ বা জরুরি নির্গমন স্লাইড দিয়ে নামানো হয়, আবার কেউ কেউ বোর্ডিং ব্রিজ দিয়ে দৌড়ে পালিয়ে যান। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুড়ে যাওয়া যন্ত্রপাতি সরিয়ে ফেলেন।
এক বিবৃতিতে ল্যাটাম এয়ারলাইন্স জানিয়েছে, “এই ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের ধোঁয়া দেখা মাত্রই নিরাপত্তা প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। আগুনটি মূলত মালামাল লোড করার দায়িত্বে থাকা একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের যন্ত্রপাতিতে লেগেছিল।”
দুর্ঘটনার পর শুক্রবার সকালে ১৫৯ জন যাত্রী নিরাপদে পোর্তো আলেগ্রে পৌঁছান। বাকি ১০ জন যাত্রীকে অন্য ফ্লাইটে বা সড়কপথে গন্তব্যে পাঠানো হয়। বিমানবন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষ ‘জিআরইউ এয়ারপোর্ট’ জানিয়েছে, দুর্ঘটনার কারণে প্রায় ১০ মিনিট অন্য বিমানে জ্বালানি সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। তারা এই ঘটনার তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো বিমানবন্দরেও ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানে উড্ডয়নের আগমুহূর্তে ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেও যাত্রীদের জরুরি স্লাইড ব্যবহার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।










