Home কলকাতা মেসিকে আনার স্বপ্ন দেখানো শতদ্রু দত্ত বিমানবন্দর থেকে গ্রেপ্তার

মেসিকে আনার স্বপ্ন দেখানো শতদ্রু দত্ত বিমানবন্দর থেকে গ্রেপ্তার

শতদ্রু: ছবি সংগৃহীত

 নেপথ্যে বড় আর্থিক প্রতারণা?

কৃষ্ণা বসু, কলকাতা: বিশ্বজয়ী ফুটবল জাদুকর লিওনেল মেসিকে কলকাতায় আনার ঘোষণা দিয়ে হইচই ফেলে দেওয়া বিখ্যাত ক্রীড়া সংগঠক ও উদ্যোক্তা শতদ্রু দত্তকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা বিমানবন্দর (এনএসসিবিআই) থেকে তাকে আটক করার পর গ্রেপ্তার দেখায় বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

জানা গেছে, শহরের এক ব্যবসায়ীর দায়ের করা আর্থিক প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শহর ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন বলে পুলিশের ধারণা।

যেভাবে গ্রেপ্তার হলেন
পুলিশ সূত্রে খবর, শতদ্রু দত্তের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি ছিল। শনিবার তিনি বিমানে অন্যত্র যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছান। সেখানে ইমিগ্রেশন চেকিংয়ের সময় তাকে আটকে দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত বিমানবন্দরে পৌঁছায় বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হয়।

কী অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে?
শতদ্রু দত্তের বিরুদ্ধে মূল অভিযোগ আর্থিক প্রতারণা ও বিশ্বাসভঙ্গের। শুভঙ্কর মিত্র নামের এক ক্রিকেট সরঞ্জাম ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, শতদ্রু দত্ত তার কাছ থেকে বিপুল অংকের টাকা নিয়েছেন। অভিযোগ অনুযায়ী:

বিখ্যাত ক্রিকেটার বা আন্তর্জাতিক তারকাদের দিয়ে ওই ব্যবসায়ীর পণ্যের প্রচার করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন শতদ্রু।

প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করায় ওই ব্যবসায়ী টাকা ফেরত চান।

দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দিয়ে তিনি ঘোরাচ্ছিলেন বলে অভিযোগ।

এর পরিপ্রেক্ষিতেই ওই ব্যবসায়ী বিধাননগর উত্তর থানায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হলো।

তারকাদের আনার কারিগর
শতদ্রু দত্ত কলকাতায় আন্তর্জাতিক ক্রীড়া তারকাদের আনার জন্য অত্যন্ত পরিচিত নাম। এর আগে তিনি ফুটবল সম্রাট পেলে, দিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলীয় তারকা কাফু এবং রোনালদিনিওকে কলকাতায় এনেছিলেন। সবশেষ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতায় এনে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি।

সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছিলেন যে, ২০২৫ সালে তিনি লিওনেল মেসিকে কলকাতায় নিয়ে আসবেন। এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। এর মধ্যেই তার গ্রেপ্তারের খবর ক্রীড়াঙ্গনে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে এবং এই প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে