Home বিনোদন শবনম ফারিয়ার জীবনের নতুন শুরু, পাত্র ব্যাংকার তানজিম তৈয়ব

শবনম ফারিয়ার জীবনের নতুন শুরু, পাত্র ব্যাংকার তানজিম তৈয়ব

শবনম ফারিয়ার বিয়ে
বিনোদন ডেস্ক: বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আল মুস্তফা মসজিদে বেশ সাদামাটা আয়োজনেই সম্পন্ন হয় এই তারকার বিয়ের আনুষ্ঠানিকতা।

অভিনয় জীবনে যেমন হাসি-কান্নার চরিত্রে দর্শকের হৃদয় জিতে নিয়েছেন, বাস্তব জীবনেও নতুন স্বপ্নের গল্প শুরু করলেন ফারিয়া। পরিবারের ঘনিষ্ঠজন আর প্রিয় বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই আয়োজন ছিল অনেকটা অন্তরঙ্গ, তবে তাতে উচ্ছ্বাসের কমতি ছিল না।

বর তানজিম তৈয়ব

ফারিয়ার জীবনসঙ্গী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। তিনি উচ্চশিক্ষা নিয়েছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে, যেখানে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। দেশে ফিরে বর্তমানে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। একাধারে মেধাবী, স্থিতিশীল ও ভদ্র এই তরুণের সঙ্গে ফারিয়ার পরিচয় কয়েক বছর ধরেই, তবে সম্পর্কটি সম্প্রতি বিয়েতে গড়ায়।

বিয়ের আবহ

ফারিয়া জানান, তাদের বিয়েটি ছিল অনেকটা হঠাৎ সিদ্ধান্ত। তাই বিশেষ কোনো জমকালো আয়োজন হয়নি। তবে নিকটজনদের উপস্থিতিতে মসজিদের শান্ত পরিবেশে আয়োজিত এই বিয়ে ছিল আবেগময় ও হৃদয়ছোঁয়া। একমাত্র আফসোস, ফারিয়ার একমাত্র ননদ বিদেশে থাকায় অনুষ্ঠানে থাকতে পারেননি।

শোবিজে ফারিয়া

‘আপরাজিতা’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘জাস্ট ফ্রেন্ডস’, ‘টফি’সহ অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া শবনম ফারিয়া ইতিমধ্যেই ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রীদের একজন। পাশাপাশি তিনি সিনেমায়ও অভিনয় করেছেন। ব্যক্তিত্ব, উচ্ছ্বলতা ও প্রাণবন্ত অভিনয়ের কারণে দর্শকের কাছে আলাদা জায়গা দখল করেছেন তিনি।

সামনে কী?

বিয়ের পর কাজের ব্যস্ততা কি কমাবেন—এমন প্রশ্নে ফারিয়া জানান, “অভিনয় আমার ভালোবাসা। কাজ তো চলবেই। তবে পরিবারকে প্রাধান্য দিয়েই সবকিছু সামলাতে চাই।”

এই বিয়ের খবরে ইতিমধ্যেই ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন, নতুন জীবনের জন্য দোয়া করছেন।