Home বিনোদন শবনম ফারিয়া মালদ্বীপে যাচ্ছেন হানিমুনে

শবনম ফারিয়া মালদ্বীপে যাচ্ছেন হানিমুনে

ছবি এ আই
বিনোদন ডেস্ক: ঢালিউডের ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া আবারও আলোচনায়। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় গত ১৯ সেপ্টেম্বর ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ফারিয়ার বিয়ে সম্পন্ন হয়। বরের নাম তানজিম তৈয়ব, রাজশাহীর ছেলে তিনি। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
ভক্তদের কৌতূহল: মধুচন্দ্রিমা কোথায়?

বিয়ের খবর প্রকাশের পর থেকেই ভক্তদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল— “নবদম্পতি মধুচন্দ্রিমায় যাচ্ছেন কোথায়?” অবশেষে শবনম ফারিয়া নিজেই জানালেন, আগামী মাসেই তারা মালদ্বীপে যাচ্ছেন হানিমুনে। তিনি জানান, “বিয়ের পর একটু সময় নিজেদের জন্য চাই। মালদ্বীপকে বেছে নিয়েছি কারণ এটি আমাদের দুজনেরই স্বপ্নের জায়গা।”

বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনা

শুধু হানিমুন নয়, চলতি বছরের শেষের দিকেই পরিবার, সহকর্মী ও ঘনিষ্ঠজনদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার কথাও জানিয়েছেন অভিনেত্রী। অর্থাৎ, বিয়ের আনন্দধারা চলবে দীর্ঘ সময়জুড়ে।

ক্যারিয়ারে ফারিয়ার যাত্রা

মডেলিং দিয়ে যাত্রা শুরু করা শবনম ফারিয়া নাটকে অভিনয় করে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। একক নাটক, ধারাবাহিক এবং ওয়েব ফিল্মে তার অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছে। বড় পর্দায় অভিষেক হয় অনম বিশ্বাস পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘দেবী’–তে। সেই চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রেও নিজের আলাদা অবস্থান তৈরি করেন। অভিনয়ের বাইরে ফারিয়া সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়, ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন নিয়মিত।

ব্যক্তিজীবনের আলোচনায়

এটি ফারিয়ার দ্বিতীয় বিয়ে। ২০১৯ সালে হারুনুর রশীদ অপুর সঙ্গে তার প্রথম বিয়ে হয়েছিল, তবে মাত্র ১ বছর ৯ মাসেই তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০২২ সালে দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গেলেও তা সত্যি হয়নি। দীর্ঘ নীরবতার পর অবশেষে নতুন জীবনের যাত্রা শুরু করলেন অভিনেত্রী।

ভিন্ন দৃষ্টিকোণ: শোবিজে নারী তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি আগ্রহ

বাংলাদেশি বিনোদন জগতে নারী তারকাদের ব্যক্তিগত জীবন প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দু হয়। শবনম ফারিয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তার ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত সিদ্ধান্তগুলোও ভক্ত ও গণমাধ্যমের কাছে সমান গুরুত্ব পায়। বিয়ের পর হানিমুন নিয়ে আলোচনাই তার প্রমাণ। তবে ফারিয়ার মতে, “কাজই আমার পরিচয়। ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ হলেও ক্যারিয়ারই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।”

নতুন জীবনের পথে

শবনম ফারিয়া বর্তমানে শুধু অভিনয়েই নয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডরশিপ, টকশোতে উপস্থিতি এবং সামাজিক মাধ্যমে সক্রিয় অংশগ্রহণের কারণে আলোচনায় থাকেন। বিয়ের পর তার নতুন জীবনের পাশাপাশি ক্যারিয়ারে নতুন ধাপ নিয়েও ভক্তদের প্রত্যাশা বাড়ছে।