বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: প্রকৃতিতে ঋতু পরিবর্তনের আবহে মুমিন হৃদয়ে বেজে উঠেছে মহিমান্বিত এক সুর। আর মাত্র কয়েক প্রহর, তারপরেই শুরু হচ্ছে পবিত্র শাবান মাস। সোমবার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) থেকে শুরু হচ্ছে এই বরকতময় মাস। সেই হিসেবে আগামী ৩রা ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পালিত হবে পবিত্র শবেবরাত।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে, সোমবার হিজরি সনের অষ্টম মাসের উদয় ঘটেনি।
সৌভাগ্যের রজনী ও ইবাদতের বসন্ত
পবিত্র শবেবরাত—যা ‘লাইলাতুল বরাত’ বা মুক্তির রাত হিসেবে পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এই রাতটি পরম কাঙ্ক্ষিত। বিশ্বাস করা হয়, এই পুণ্যময় রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর রহমতের সুধা নিয়ে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের প্রতি অশেষ দয়া ও ক্ষমার দ্বার উন্মুক্ত করে দেন।
ধর্মীয় এই আবহে মুমিনরা নফল নামাজ, পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির ও তাসবিহ পাঠের মাধ্যমে বিনিদ্র রজনী অতিবাহিত করেন। গত জীবনের ভুল-ত্রুটির জন্য চোখের জলে মাফ চাওয়া এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করাই এই রাতের মূল তাৎপর্য।
“শবেবরাত কেবল একটি রাত নয়, এটি আত্মশুদ্ধি এবং আল্লাহর সান্নিধ্য লাভের এক অনন্য সুযোগ।”










