বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: গভীর দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ জানিয়েছেন, বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ওসমান হাদির পরিবার অস্ত্রোপচারের জন্য সম্মতি দেয়। এরপর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। “অপারেশন শেষ হওয়ার পর আর কোনো আপডেট পাওয়া যায়নি। পরে সরাসরি তার মৃত্যুর খবর জানানো হয়,” বলেন তিনি।
ডা. আব্দুল আহাদ বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থান পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি, হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহিদ হিসেবে কবুল করুক। আপনারা সবাই, এ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন। তার পরিবার যেন ধৈর্য্য ধারণ করতে পারেন, এজন্য সবাই দোয়া করবো।’
সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ রাত ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ওসমান হাদির ব্যক্তিগত ফেসবুক পেজেও তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।” আগামীকাল তাঁর মরদেহ দেশে আনা হবে এবং বিএনপি ও এনসিপি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ও চিকিৎসা:
গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সরাসরি তাঁর মাথায় বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সাত দিন ধরে ডাক্তারদের প্রাণান্ত চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
রাজনৈতিক প্রেক্ষাপট ও উদ্বেগ:
ওসমান হাদির অকাল প্রয়াণ দেশের রাজনৈতিক মহলে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর জনপ্রিয়তা ছিল। তাঁকে দিনে-দুপুরে গুলি করে হত্যাচেষ্টার এই ঘটনার পরপরই দেশে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে এবং অনেকেই আশঙ্কা প্রকাশ করেন যে, নির্বাচনের পথে গুপ্ত হামলা ও নাশকতা বাড়তে পারে।
হত্যার হুমকি ও তদন্ত:
গুলিবিদ্ধ হওয়ার এক মাস আগেই গত নভেম্বরে শরীফ ওসমান হাদি প্রকাশ্যে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাঁকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও লেখেন যে, আওয়ামী লীগের ‘খুনি’ সমর্থকেরা তাঁকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে, তবে জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ‘ইনসাফের লড়াই’ থেকে পিছিয়ে যাবেন না।
এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com










