Home জাতীয় এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’: ফের উত্তাল শাহবাগ

এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’: ফের উত্তাল শাহবাগ

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর শাহবাগে আবারও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ দুপুরে শাহবাগে অবস্থান নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে বেলা পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। নেতাকর্মীদের অবস্থানের কারণে শাহবাগের গুরুত্বপূর্ণ সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালীন নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। তাদের মুখে শোনা যায়:

“তুমি কে, আমি কে—হাদি, হাদি!”

“এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে!”

“লীগ ধর, জেলে ভর!”

“দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা!”

“ভারত না বাংলাদেশ? বাংলাদেশ, বাংলাদেশ!”

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগেই এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সংগঠনের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, “শাহবাগ শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হচ্ছে।” সেই ডাকে সাড়া দিয়ে আজ সাধারণ মানুষ ও সংগঠনের কর্মীরা শাহবাগে সমবেত হন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনার পর থেকে ইনকিলাব মঞ্চ ও ছাত্র-জনতা দোষীদের গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়ে আসছিল। আজকের সমাবেশ থেকে তারা বর্তমান প্রশাসনের কাছে খুনিদের দ্রুত শনাক্ত করে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।