Home Third Lead শাপলা প্রতীক নিয়ে আবারও পর্যালোচনায় ইসি

শাপলা প্রতীক নিয়ে আবারও পর্যালোচনায় ইসি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: শাপলা প্রতীককে ঘিরে আবারও পর্যালোচনায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, বিদ্যমান আইন ও বিধি যাচাই করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পছন্দের প্রতীকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সূত্রে জানা গেছে, রোববার (১৯ অক্টোবর) পর্যন্ত এনসিপিকে বিকল্প প্রতীক বাছাইয়ের সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের শেষ দিনে দলটির একটি প্রতিনিধি দল কমিশনে উপস্থিত হয়ে পুনরায় শাপলা প্রতীকেই আগ্রহ প্রকাশ করে লিখিত আবেদন জমা দেয়।

পরিস্থিতি বিবেচনায় কমিশন বিষয়টি আবারও আলোচনায় আনতে যাচ্ছে বলে জানা গেছে। সোমবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “আমরা তাদের ৫০টি প্রতীকের মধ্যে থেকে একটি বেছে নিতে বলেছিলাম। সময়সীমা ছিল ১৯ অক্টোবর পর্যন্ত। কিন্তু শেষ দিন তারা আবারও শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে।”

আখতার আহমেদ আরও জানান, এনসিপির পুনরায় আবেদন কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে। কমিশনই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে দলটি কোন প্রতীক পাবে।

এর আগে রোববার সকালে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। তারা জানান, কোনো প্রতীক জোরপূর্বক গ্রহণ করবেন না তারা। শাপলা প্রতীককেই নিজেদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে রাখার দাবি পুনর্ব্যক্ত করেন দলটির প্রতিনিধিরা।