Home শিক্ষা শাবিপ্রবি: ২০ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

শাবিপ্রবি: ২০ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট:  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ২০ শিক্ষার্থীকে আজীবন এবং ১৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রক্টরের ভাষ্য অনুযায়ী, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১২ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া, রুমে অস্ত্র রাখার অভিযোগে ৮ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, অপরাধে জড়িত ১৭ জন শিক্ষার্থীকে ২ থেকে ৪ সেমিস্টার মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত ১৯ জন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে নিষ্পত্তি দেওয়া হয়েছে।

যদিও প্রশাসন বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়নি। সূত্রে জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত।

উল্লেখ্য, এর আগে গত ১২ জানুয়ারি শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৯ জন শিক্ষার্থীকে বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর হামলার ঘটনায় বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।