বিনোদন ডেস্ক: এপ্রিলে চারহাত এক হয়েছিল ছোটপর্দার জনপ্রিয় জুটি শার্লি মোদক ও অভিষেক বসুর। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর এই বছরের এপ্রিল মাসে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। কিন্তু মাত্র দু’মাস কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে তাঁদের পোস্ট ঘিরে ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন।
সবচেয়ে বেশি আলোড়ন তোলে একটি পোস্ট, যেখানে লেখা ছিল—‘কোনও কিছুই দীর্ঘস্থায়ী নয়’। এই ধরণের দার্শনিক অথচ উদ্বেগজাগানো বার্তা শেয়ার করেন দু’জনেই, যদিও ঠিক একসাথে নয়। ফলে নেটমাধ্যমে শুরু হয় প্রশ্নের ঝড়—তবে কি ভেঙে যাচ্ছে এই সদ্য গড়া দাম্পত্য?
নেটিজেনরা উদ্বেগে ভুগতে থাকেন। কমেন্ট সেকশনে ভক্তদের অনেকে লেখেন, “আশা করি আপনারা ভালো আছেন”, “মন কেমন করা একটা পোস্ট এটা”—কেউ কেউ আবার জল্পনাকে একপ্রকার নিশ্চিত করেই মন্তব্য করতে থাকেন।
এই পরিস্থিতিতে অবশেষে মুখ খুললেন নবদম্পতি। একসাথে একটি নতুন ছবি পোস্ট করে তাঁরা লেখেন, “আমাদের সম্পর্কে বিশ্বাস রাখার জন্য সকলকে ধন্যবাদ। সম্পর্ক মানেই নানা রকম অনুভূতির মিশেল। আমরা ঠিক আছি, একসাথে আছি।”
এই পোস্টের মাধ্যমে একপ্রকার বিচ্ছেদের যাবতীয় জল্পনায় ইতি টানলেন তাঁরা। পোস্টে দেখা যায়, কোনও একটি পাহাড়ি অঞ্চলে ছুটি কাটাচ্ছেন অভিষেক ও শার্লি। হাসিমুখে একে অপরকে জড়িয়ে ধরা তাঁদের ছবিটি যেন আরও একবার সকলকে আশ্বস্ত করল—এই সম্পর্ক এখনও ভীষণভাবে জীবন্ত।
তবে অনেকে মনে করছেন, সম্পর্কের ভিত কখনও কখনও সামাজিক মাধ্যমেই কেঁপে ওঠে, আর তা নিয়েই শুরু হয় ‘ওভার রিঅ্যাকশন’। অভিনেতা-অভিনেত্রীরা তাঁদের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করলেও তা ভক্তদের কাছে হয়ে ওঠে অনুমান, উদ্বেগ ও জল্পনার কেন্দ্রবিন্দু।
শার্লি ও অভিষেক তাঁদের সম্পর্কের এই মুহূর্তে স্থির থাকলেও, এই ঘটনা মনে করিয়ে দিল—ভক্ত-ভালোবাসা যেমন পাওয়া যায়, তেমনই সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবনের প্রতিটি ছোটখাটো প্রকাশ অনেক বড় গল্পের জন্ম দিতে পারে।