বিজনেসটুডে২৪ ডেস্ক: ২০২৫ সালের মেট গালা যেন ভারতীয় সিনেমা ও ফ্যাশনের জন্য এক নতুন ইতিহাস হতে চলেছে। বহু জল্পনার অবসান ঘটিয়ে, কিং খান অর্থাৎ শাহরুখ খান প্রথমবারের মতো পা রাখছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন অনুষ্ঠানে। আর তাঁকে সাজিয়ে তুলছেন ভারতের বাঙালি ফ্যাশন আইকন সব্যসাচী মুখোপাধ্যায়।
মেট গালার রেড কার্পেটে শাহরুখের পদচারণার গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ঘুরছিল। সেই খবর আরও জোরালো হয় যখন ইনস্টাগ্রামে ‘ডায়েট সব্য’ নামের একটি ফ্যাশন-গসিপ অ্যাকাউন্টে ইঙ্গিতপূর্ণ পোস্টে লাইক দেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি।
এইবার সেই জল্পনায় নতুন রসদ যোগ করলেন সব্যসাচী নিজেই। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “কিং খান” এবং “কিং খান বেঙ্গল টাইগার”। সঙ্গে ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের লোগো, যা একদিকে যেমন শক্তির প্রতীক, অন্যদিকে তা সব্যসাচীর ব্র্যান্ডেরও চিহ্ন।
৫ মে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজ়িয়াম অফ আর্টে অনুষ্ঠিত হচ্ছে মেট গালা। এ বছরের থিম“সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল”। ঠিক এই প্রেক্ষাপটে শাহরুখের উপস্থিতি ও সব্যসাচীর ডিজ়াইন এক অনন্য ফ্যাশন বার্তা হয়ে উঠতে পারে।
শাহরুখ ইতিমধ্যেই নিউ ইয়র্কে পৌঁছেছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে, এ বছর মেট গালায় বলিউডের আর এক প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো হাঁটবেন কিয়ারা আডবাণী। গর্ভবতী কিয়ারার সঙ্গে নিউ ইয়র্কে উড়ে গিয়েছেন স্বামী সিদ্ধার্থ মালহোত্রাও।
মেট গালার আন্তর্জাতিক মঞ্চে শাহরুখ ও সব্যসাচীর সম্ভাব্য এই যুগলবন্দি ভারতীয় ফ্যাশনের জন্য এক অনন্য মুহূর্ত হয়ে থাকবে—সেটা বলাই যায়।
সব্যসাচী মুখোপাধ্যায় এর আগেও আন্তর্জাতিক তারকাদের সাজিয়েছেন—প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে হলিউডের নানা ফ্যাশন ভেন্যুতেও তার ডিজ়াইন প্রশংসিত হয়েছে। তবে শাহরুখ খানের মতো কিংবদন্তি ব্যক্তিত্বকে প্রথমবার মেট গালার মতো গ্লোবাল প্ল্যাটফর্মে উপস্থাপন করাটা নিঃসন্দেহে এক নতুন মাইলফলক।
এতদিন মেট গালার রেড কার্পেটে ভারতের প্রতিনিধিত্ব করেছেন কিছু মুষ্টিমেয় তারকা—প্রিয়াঙ্কা, দীপিকা, আলিয়া ভাট, ইশা আম্বানি প্রমুখ। শাহরুখের মতো একজন সুপারস্টার, যিনি তিন দশক ধরে বলিউড শাসন করছেন, তাঁর এই পদচারণা বিশ্ব মিডিয়ায় দারুণ আলোড়ন তুলবে বলেই আশা করা যায়।
এদিকে থিম ‘টেলরিং ব্ল্যাক স্টাইল’ কে কেন্দ্র করে ফ্যাশন বিশেষজ্ঞদের কৌতূহলও তুঙ্গে। এই থিমের সঙ্গে ‘বেঙ্গল টাইগার’ মেটাফোর কতটা মানানসই—সেই প্রশ্নের উত্তর মিলবে ৫ মে-র রেড কার্পেটেই।
একইসঙ্গে কিয়ারা আডবাণীর উপস্থিতিও নারীর মাতৃত্ব, শক্তি এবং সাহসী ফ্যাশনের প্রতীক হিসেবে নজর কাড়বে বলে মনে করছেন ফ্যাশন বিশ্লেষকেরা। সিদ্ধার্থ-কিয়ারা জুটির উপস্থিতি বলিউডের ‘পাওয়ার কাপল’ ইমেজকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে নেবে।
ফ্যাশন ও সিনেমার এই যুগলবন্দি কেবল ভারতীয় বিনোদন দুনিয়ার জন্য নয়, দক্ষিণ এশিয়ার সংস্কৃতি ও আত্মপরিচয়কে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।