বিনোদন ডেস্ক: শনিবার সকালেই বলিউডে হঠাৎ ঝড়—‘কিং’-এর শুটিং সেটে অ্যাকশন দৃশ্য চলাকালীন চোট পেয়েছেন শাহরুখ খান! শোনা গেল, পিঠের পেশিতে গুরুতর আঘাত। এমনই উদ্বেগে ভরে উঠল ইন্ডাস্ট্রি, ফ্যানদের বুক ধড়ফড় শুরু। গুঞ্জন ছড়িয়ে পড়ল, বাদশাহ নাকি এক মাস শয্যাশায়ী! অনেকে তো বলেই ফেললেন—এই তো, আর হয়তো দেখা যাবে না তাঁকে ক্যামেরার সামনে এত সহজে।
তবে রাত না পোহাতেই গল্প ঘুরে গেল পুরো উল্টো দিকে।
এক নামী সংবাদমাধ্যম দাবি করে, চোটের খবরটা নাকি নিছক গুজব! সেটে নতুন করে কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু হ্যাঁ, শাহরুখ খান যে আমেরিকায় গিয়েছেন, তা সত্যি। আর ব্যস, এবার শুরু আসল প্রশ্ন—তাহলে?
শুটিং ফেলে আমেরিকা পাড়ি—তাতে রহস্যটা কোথায়?
বলিউডের অন্দরমহলে এখন এই নিয়েই চুলচেরা বিশ্লেষণ। কারও ধারণা, পুরনো কোনও ব্যথাই হয়তো মাথাচাড়া দিয়েছে। কেউ বলছেন, সুহানা খানের প্রথম ছবি ‘কিং’ নিয়ে আগ্রহ বাড়াতে ইচ্ছে করেই তৈরি করা হল এই নাটকীয়তা!
সোশ্যাল মিডিয়ায় রাজনীতিকরাও পিছিয়ে নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, “আমার প্রিয় ভাই শাহরুখ চোট পেয়েছেন শুনে চিন্তিত। দ্রুত সুস্থ হয়ে উঠুন।” কিন্তু পরে যখন জানা গেল, আসলে তেমন কিছুই হয়নি, তখন সমালোচনার ঝড় উঠল সোশ্যাল দুনিয়ায়।
পুরনো ব্যথা, নতুন গল্প?
‘কিং’ টিমের ঘনিষ্ঠরা বলছেন, শাহরুখের শরীর তো আর নতুন নয়। তিরিশ বছরেরও বেশি সময় ধরে নিজেই অ্যাকশন করেছেন, স্টান্ট করেছেন, ব্যথা জমেছে শরীরে। আর পুরনো সেই ব্যথাই নাকি এবার ‘রিমাইন্ডার’ দিয়েছে। তাই দ্রুত সুস্থতা নিশ্চিত করতে আমেরিকা গেছেন। তাতে কাজ পিছোলেও ভক্তদের স্বস্তি—বাদশাহ আবার ফিরবেন, আগের মতোই।
ছবির পরিচালক জানান, শাহরুখ-সুহানা জুটিকে পর্দায় একসঙ্গে দেখতে উদগ্রীব দর্শকরা। সঙ্গে দীপিকা, রানি, অভিষেক, অনিল, জ্যাকি—তাবড় তাবড় তারকা! ‘কিং’ যে এক রাজকীয় অভিজ্ঞতা হতে চলেছে, সে তো বলাই বাহুল্য।
তবে বলিউডের একাংশ বলছে, বাস্তবটা যাই হোক, শাহরুখ খানের নাম থাকলেই খবর শিরোনামে উঠে আসে। আর সে খবর যদি একটু ‘দুর্ঘটনা-ঝোঁকযুক্ত’ হয়, তাহলেই তো কথাই নেই!
বলিউড তারকাদের আরও খবর জানতে ভিজিট করুন বিজনেসটুডে২৪.কম।