Home বিনোদন বিশ্বের ধনী অভিনেতার তালিকায় শীর্ষে শাহরুখ খান

বিশ্বের ধনী অভিনেতার তালিকায় শীর্ষে শাহরুখ খান

বিনোদন ডেস্ক: বলিউডের বাদশা শাহরুখ খান বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা হয়েছেন। বুধবার প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ প্রথমবারের মতো বিলিয়নেয়ার ক্লাবে প্রবেশ করেছেন তিনি। তালিকা অনুযায়ী শাহরুখের মোট সম্পদ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৪৯০ কোটি টাকা।

এই তালিকায় শাহরুখ খান টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), জেরি সেইনফেল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)-এর মতো আন্তর্জাতিক তারকাদের সম্পদকেও ছাড়িয়ে গেছেন।

হুরুনের তথ্য অনুযায়ী, গত বছর শাহরুখ খানের সম্পদের পরিমাণ ছিল ৮৭০ মিলিয়ন ডলার। এক বছরে তা বেড়ে হয়েছে ১.৪ বিলিয়ন ডলার। অভিনেতা হিসেবে তিনি শুধু ভারতের নন, গোটা বিশ্বের ধনী সেলিব্রিটি তালিকায় অনন্য অবস্থান তৈরি করেছেন।

তালিকায় অভিনেত্রী-উদ্যোক্তা জুহি চাওলা ৭,৭৯০ কোটি টাকার মালিক হয়ে দ্বিতীয় স্থানে আছেন। তৃতীয় স্থানে রয়েছেন হৃতিক রোশন, তাঁর সম্পদ ২,১৬০ কোটি টাকা।

শাহরুখ খানের সম্পদের মূল ভিত্তি কেবল চলচ্চিত্র নয়। তাঁর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থা, অত্যাধুনিক ভিএফএক্স স্টুডিও, একাধিক ক্রিকেট দল, মধ্যপ্রাচ্যে রিয়েল এস্টেটসহ নানা ব্যবসায়িক বিনিয়োগ রয়েছে। তিন দশকের ক্যারিয়ারে অভিনয়ের বাইরেও তিনি বৈচিত্র্যময় ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন।

শুধু সম্পদ নয়, এ বছর ভারতীয় সিনেমায় অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার মর্যাদাপূর্ণ সম্মানও পেয়েছেন শাহরুখ খান।

বিশ্লেষকদের মতে, বলিউডের এই ‘কিং খান’ প্রমাণ করেছেন—অভিনয় দক্ষতা, ব্যবসায়িক দূরদর্শিতা ও বিশ্বজোড়া জনপ্রিয়তা মিলেই তাঁকে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতায় পরিণত করেছে।