বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নামে সাভারে থাকা ১৫ কাঠা জমি ও তাতে নির্মিত দশতলা ভবন ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয় বলে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।
দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান আদালতে জানান, ভুয়া বাড়িভাড়া চুক্তিনামার মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে শিবলী রুবাইয়াত প্রায় এক কোটি ৯২ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। এ অর্থের পরিমাণ প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ মার্কিন ডলারের সমপরিমাণ। একইসঙ্গে ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে কোনো পণ্য রপ্তানি না করেও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আবেদনে আরও বলা হয়, শিবলী রুবাইয়াত পারিবারিক ব্যয়ের কথা বলে বিদেশ থেকে অর্থ আনেন, যা পরে ঘরভাড়ার অগ্রিম হিসাবে দেখিয়ে জমি ও ভবন নির্মাণে ব্যবহার করেন। তদন্তে প্রমাণ মিলেছে, মানি-লন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত অর্থেই সাভারের এই সম্পদ গড়ে তোলা হয়েছে।
তদন্তাধীন মামলায় সম্পত্তি হস্তান্তরের ঝুঁকি থাকায় তাৎক্ষণিকভাবে তা ক্রোক করা প্রয়োজন ছিল বলে জানায় দুদক। আদালত এ বিষয় বিবেচনায় এনে সম্পত্তি ক্রোকের আদেশ দেন।