Home আন্তর্জাতিক মারা গেলেন শিম্পাঞ্জিদের ‘বন্ধু’ জেন

মারা গেলেন শিম্পাঞ্জিদের ‘বন্ধু’ জেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত প্রাণী বিজ্ঞানী ও পরিবেশবাদী ড. জেন গুডাল ৯১ বছর বয়সে ১ অক্টোবর, ২০২৫ তারিখে লস অ্যাঞ্জেলেসে মারা গেছেন। তিনি শিম্পাঞ্জিদের আচরণ ও সামাজিক জীবন নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য সুপরিচিত ছিলেন। ১৯৬০ সালে তানজানিয়ার গম্বে স্ট্রিম ন্যাশনাল পার্কে শিম্পাঞ্জি পর্যবেক্ষণের মাধ্যমে তার গবেষণা শুরু হয়। তিনি প্রথমবারের মতো দেখান যে শিম্পাঞ্জিরা সরঞ্জাম ব্যবহার করতে পারে, যা আগে কেবল মানুষের বৈশিষ্ট্য বলে মনে করা হতো। এই আবিষ্কার প্রাণীবিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন আনে।

জেন গুডাল ১৯৭৭ সালে ‘জেন গুডাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করেন, যা শিম্পাঞ্জি সংরক্ষণ ও গবেষণার জন্য নিবেদিত। তিনি ১৯৯১ সালে ‘রুটস অ্যান্ড শুটস’ প্রোগ্রাম শুরু করেন, যা তরুণদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করে। তিনি জাতিসংঘের শান্তির দূত হিসেবেও কাজ করেছেন।

জেন গুডালের মৃত্যুতে ব্রিটেনের যুবরাজ উইলিয়াম শোক প্রকাশ করে বলেছেন, “প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে আমাদের ধারণাটাই পাল্টে দিয়েছেন জেন গুডাল।” তিনি আরও বলেন, “তিনি আমাদের সবাইকে প্রভাবিত করেছেন এবং আমাদের সবার মধ্যে পার্থক্য তৈরির জন্য চ্যালেঞ্জ করেছেন।”

জেন গুডালের মৃত্যু বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছে। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং পরিবেশবাদী সংগঠনগুলো তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। তার কাজ ও দর্শন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।