আজহার মুনিম, লন্ডন: সংবাদপত্র বিলি করতে গিয়ে এক কিশোর চমকপ্রদ এক ঘটনার সাক্ষী হলো। বাড়ির সামনের দরজার চিঠির বাক্সে আটকে থাকা একটি শিয়ালকে উদ্ধার করে আলোচনায় এসেছে সে।
১৬ বছর বয়সী লিয়াম ক্লিমেন্ট সোমবার সকালে নিয়মিত সংবাদপত্র বিলি করছিলেন। হঠাৎ তিনি দেখতে পান একটি শিয়াল উল্টো হয়ে ঝুলছে—তার একটি পেছনের পা চিঠির বাক্সে আটকে আছে। দৃশ্যটি তাকে হতবাক করে তোলে। মুহূর্তের মধ্যেই সাহস সঞ্চয় করে তিনি শিয়ালটিকে মুক্ত করেন।
কিন্তু মুক্তি পেতেই বিপদ বাড়ল। আতঙ্কিত শিয়ালটি দৌড় দিতে গিয়ে পাশের ইটের দেয়াল ও বাগানের বেড়ার ফাঁকে আটকে যায়। ফলে আবারও বিপজ্জনক অবস্থায় পড়ে প্রাণীটি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাউথ এসেক্স ওয়াইল্ডলাইফ হাসপাতাল–এর উদ্ধার দল। প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার লরি ব্রেইলি জানান, “এমনভাবে শিয়াল আটকে গেল কীভাবে, তা অনুমান করা কঠিন। তবে সৌভাগ্য যে সে পালাতে পারেনি। পালালে আঘাতের কারণে হয়তো তার জীবনই বিপন্ন হতো।”
বিশেষ সরঞ্জামের সাহায্যে শিয়ালটিকে নিরাপদে মুক্ত করেন ব্রেইলি। তিনি বলেন, “মুক্ত করার সময় প্রাণীটি আশ্চর্যজনকভাবে শান্ত ছিল। কিন্তু খাঁচায় ঢোকার পর প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠে। হাসপাতালে আসার পর থেকে সে বেশ ‘ফাইস্টি’ আচরণ করছে।”
চিকিৎসকরা জানান, শিয়ালটির পায়ে ক্ষত ছাড়াও লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং পায়ের মেটাটারসাল হাড়ে ভাঙন ধরা পড়েছে। দ্রুত অস্ত্রোপচার করে ছেঁড়া লিগামেন্ট জোড়া লাগানো হয়েছে এবং আহত পা প্লাস্টারে বেঁধে দেওয়া হয়েছে।
ডাক্তারদের ধারণা, সম্পূর্ণ সুস্থ হতে শিয়ালটির অন্তত দুই মাস সময় লাগবে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “সময়ই বলে দেবে আরও অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না। তবে আমরা এখনই আশা ছাড়ছি না। এই দুর্ভাগা শিয়ালের জন্য সবাইকে শুভকামনা জানাতে অনুরোধ করছি।”
📌 উল্লেখ্য, আহত ও বিপন্ন বন্যপ্রাণী উদ্ধারে কাজ করা সাউথ এসেক্স ওয়াইল্ডলাইফ হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে।










