বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে উঠেছে আর্থিক প্রতারণার গুরুতর অভিযোগ। মুম্বইয়ের এক ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছেন, প্রায় ৬০ কোটি টাকার বেশি বিনিয়োগ করার পরও সেই টাকা ফেরত পাননি তিনি। এ ঘটনায় ইতিমধ্যেই শিল্পা, রাজ ও তাঁদের সহযোগী রাজেশ আর্যর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)।
অভিযোগ অনুযায়ী, শিল্পা ও রাজের সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড, যা বর্তমানে বন্ধ হয়ে গেছে, সেটির সঙ্গে জড়িত চুক্তির ভিত্তিতেই এই প্রতারণা হয়েছে। ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দীপক কোঠারি মোট ৬০ কোটি ৪৮ লাখ টাকা বিনিয়োগ করেন। ব্যবসা সম্প্রসারণের জন্য দেওয়া এই অর্থ, অভিযোগ অনুযায়ী, ব্যবসায় ব্যবহার না করে ব্যক্তিগত প্রয়োজনে খরচ করেছেন শিল্পা ও রাজ।
ব্যবসায়ী দীপকের দাবি, ২০১৫ সালে রাজেশ আর্য তাঁকে শিল্পা ও রাজের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন শিল্পার নামে ছিল কোম্পানির ৮৭ শতাংশ শেয়ার। ওই সময় তারকা দম্পতি তাঁকে ৭৫ কোটি টাকার ঋণের প্রস্তাব দেন ১২ শতাংশ সুদে। কিন্তু করের জটিলতা এড়াতে ঋণ নয়, বিনিয়োগ হিসেবে টাকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে অর্থ ফেরতের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।
পর্যায়ক্রমে ২০১৫ সালের এপ্রিল মাসে ৩১.৯৫ কোটি টাকা এবং একই বছরের সেপ্টেম্বরে আরও ২৮.৫৩ কোটি টাকা স্থানান্তর করেন দীপক। সব মিলিয়ে ৬০.৪৮ কোটি টাকার বিনিয়োগের সঙ্গে স্ট্যাম্প ডিউটি বাবদ আরও ৩.১৯ লাখ টাকা খরচ হয়। কিন্তু ২০১৬ সালের সেপ্টেম্বরেই হঠাৎ সংস্থার ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন শিল্পা। এরপর সংস্থার বিরুদ্ধে ১.২৮ কোটি টাকার দেউলিয়া মামলা ওঠে।
টাকা ফেরতের জন্য বারবার দাবি জানিয়েও সফল হননি দীপক। তাঁর অভিযোগ, এটি ছিল দীর্ঘ ৮ বছরের এক সুপরিকল্পিত প্রতারণা। প্রথমে জুহু থানায় জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের হলেও, টাকার অঙ্ক ১০ কোটির বেশি হওয়ায় মামলাটি হস্তান্তর করা হয় ইকনমিক অফেন্সেস উইং-এর কাছে। তদন্ত বর্তমানে চলমান।