Home আন্তর্জাতিক শিশুদের সঙ্গে যৌন কার্যকলাপ: সাবেক শিক্ষিকা অভিযুক্ত

শিশুদের সঙ্গে যৌন কার্যকলাপ: সাবেক শিক্ষিকা অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের উইল্টশায়ারের চিপেনহ্যামের বাসিন্দা ২৯ বছর বয়সী সাবেক শারীরিক শিক্ষা শিক্ষিকা ব্রনওয়েন জেমসের বিরুদ্ধে দুই কিশোরী এবং এক কিশোরের প্রতি যৌন নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। সলসবুরি ম্যাজিস্ট্রেট কোর্টে বুধবার তিনি হাজির হন।

তিন বছরব্যাপী ঘটনার অভিযোগে জেমসের বিরুদ্ধে মোট ১৩টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ছয়টি অভিযোগ কিশোরীদের সঙ্গে যৌন কার্যকলাপের, যাদের বয়স ১৬ বছরের নিচে। অভিযোগগুলো যৌন অপরাধ বিষয়ক আইনের আওতায় আনা হয়েছে।

এছাড়া দুইটি অভিযোগ রয়েছে শিশুদের সঙ্গে যৌন বার্তা আদান-প্রদান এবং একটি অভিযোগ রয়েছে একটি শিশুর অশ্লীল ছবি তৈরি করার, যার শ্রেণি ‘সি’—এটি আইনি দৃষ্টিতে সর্বনিম্ন পর্যায়ের অপরাধ হিসেবে বিবেচিত হয়।

জেমসের বিরুদ্ধে আরও চারটি অভিযোগ আনা হয়েছে এক কিশোরের সঙ্গে যৌন কার্যকলাপের বিষয়ে।

সলসবুরি ম্যাজিস্ট্রেট কোর্টের বেঞ্চ চেয়ারম্যান স্টিফেন হ্যারিসন জানান, “এই মামলার তিনটি অভিযোগ শুধুমাত্র ক্রাউন কোর্টে শুনানি যোগ্য হওয়ায় আমরা বিষয়টি সলসবুরি ক্রাউন কোর্টে প্রেরণ করছি। বাকি দশটি অভিযোগ সংশ্লিষ্ট হিসেবে একই আদালতে উপস্থাপিত হবে।”

পরবর্তী শুনানি ৭ আগস্ট সলসবুরি ক্রাউন কোর্টে অনুষ্ঠিত হবে, যেখানে অভিযুক্তের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার বা স্বীকার সংক্রান্ত আবেদন (প্লি) এবং বিচার প্রস্তুতি নিয়ে শুনানি হবে।

আদালত অভিযুক্তকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। শর্ত অনুযায়ী, তিনি অভিযোগকারী তিনজনের সঙ্গে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রাখতে পারবেন না এবং ১৬ বছরের নিচে কোনো শিশুর সঙ্গে কোনো প্রকার একান্ত সাক্ষাতে থাকতে পারবেন না।

বিচারক আরও সতর্ক করে বলেন, “এই মামলার অভিযোগকারীদের পরিচয় আইন দ্বারা সুরক্ষিত। কারও পরিচয় ফাঁস হলে তা হবে ফৌজদারি অপরাধ।”

সংক্ষিপ্ত শুনানির সময় ব্রনওয়েন জেমস তার নাম, জন্মতারিখ ও ঠিকানা আদালতে নিশ্চিত করেন। তবে কোনো অভিযোগে তিনি দোষ স্বীকার বা অস্বীকার করেননি।