বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লালমনিরহাট: পবিত্র ঈদের সকাল। যখন চারপাশে তাকিয়ে থাকার কথা ছিল আনন্দ আর উৎসবের রঙে, ঠিক তখনই রক্তাক্ত এক দৃশ্য স্তব্ধ করে দেয় লালমনিরহাটের পাটগ্রামের একটি গ্রাম। মাত্র ২০ বছর বয়সী এক তরুণী উম্মে আয়মান ওরফে এমি, যিনি সকালে বাবা-মার বাড়িতে ঈদের প্রস্তুতি নিচ্ছিলেন, আর কখনও ঈদ দেখতে পেলেন না।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের মেম্বারপাড়ায় ঘটে হৃদয়বিদারক এই ঘটনা। স্থানীয়রা জানান, ঈদের নামাজের আগে একান্তে কথা বলার নাম করে স্বামী হাফেজ হাসিবুল ইসলাম স্ত্রীর ঘরে ঢোকেন। একপর্যায়ে পেছন দিক থেকে ছুরি দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যান তিনি। ঘটনাস্থলেই প্রাণ হারান এমি।
নিহত এমি মেম্বারপাড়ার বাসিন্দা একরামুল হকের মেয়ে। দুই বছর আগে একই এলাকার মাদ্রাসা শিক্ষক হাসিবুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক বছরের একটি ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে। কিন্তু এই ছোট্ট শিশুটি এখন মায়ের লাশ জড়িয়ে একা, নির্বাক।
পরিবারের লোকজন জানান, বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। বিষয়টি একাধিকবার পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু সব শান্তির আশায় হঠাৎ এভাবে ছুরির আঘাতে শেষ হয়ে যাবে মেয়েটির জীবন—এটা যেন কেউ কল্পনাও করতে পারেনি।
ঘটনার পর গ্রামবাসী ঘাতকের বাবা মোজাফফর হোসেন ও বড় ভাইকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পাটগ্রাম থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পলাতক স্বামী হাসিবুলকে ধরতে অভিযান চলছে বলে জানান থানার ওসি মিজানুর রহমান।
এই নির্মম হত্যাকাণ্ডে পুরো গ্রাম স্তব্ধ। একজন তরুণী, একজন মা, এক অনাগত স্বপ্নের প্রতীক আজ আর নেই। ঈদের দিনে কুরবানির রক্তের সঙ্গে মিশে গেছে এক নারীর অপূর্ণ জীবনের রক্তরেখা।
📢 এই নির্মম ঘটনার বিচার চাই?
❤️ সহমর্মিতা জানাতে রিঅ্যাক্ট করুন
💬 আপনার মতামত জানান কমেন্টে
🔁 প্রতিবেদনটি শেয়ার করুন, যেন অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করা হয়
#পাটগ্রাম #লালমনিরহাট #নারীহত্যা #বিচারচাই #বাংলাদেশ