Home Third Lead ট্রাম্পের ‘জরিমানা’ কার্যকর, দ্বিগুণ শুল্কে ভারতীয় পণ্য

ট্রাম্পের ‘জরিমানা’ কার্যকর, দ্বিগুণ শুল্কে ভারতীয় পণ্য

রাশিয়ার সঙ্গে বাণিজ্যের ‘মূল্য’ চুকাতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কের জেরে ভারতের উপর ‘জরিমানা’ চাপাল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হয়েছে। বুধবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আগামী ২৭ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকর হবে।

এর আগে ৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার জন্য ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা। এবার আরও ২৫ শতাংশ শুল্ক যুক্ত করে মোট ৫০ শতাংশ শুল্ক বসানো হলো। ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া থেকে খনিজ তেল ও অস্ত্র কেনা অব্যাহত রাখায় ভারতকে এই আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু ভারত তখন রাশিয়া থেকে কম দামে খনিজ তেল কেনা কয়েক গুণ বাড়িয়ে দেয়। বর্তমানে ভারতের মোট তেল আমদানির প্রায় ৩৫ শতাংশই রাশিয়া থেকে আসে। এই পরিস্থিতিকে রুশ আগ্রাসনের প্রতি ‘পরোক্ষ সমর্থন’ হিসেবে দেখছে আমেরিকা।

ট্রাম্প প্রশাসনের দাবি, এই বাণিজ্যের ফলে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে অর্থসাহায্য পাচ্ছে। শুধু তাই নয়, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়েও ভারতের ‘ধীর গতি’ ট্রাম্পের অসন্তোষের আরেকটি কারণ বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে নয়াদিল্লির অবস্থান একেবারে স্পষ্ট। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, “জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক বাজারের দাম মাথায় রেখেই ভারত তার নীতিনির্ধারণ করে।” অর্থাৎ, যেখান থেকে সস্তায় পণ্য পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি চলবে।

তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও কঠোর বাণিজ্যিক ব্যবস্থা নেওয়া হতে পারে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়োসহ ট্রাম্প প্রশাসনের অনেকেই বারবার বলেছেন, ভারতের অবস্থান নিয়ে হোয়াইট হাউস ক্ষুব্ধ ও হতাশ।

এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং বিশ্ববাজারে ভারসাম্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত কীভাবে এই শুল্কের প্রভাব মোকাবিলা করবে, সেটি এখন আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহলের বিষয়।