Home Second Lead শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব, ৮ মে হাজিরার নির্দেশ

শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব, ৮ মে হাজিরার নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল বৃহস্পতিবার (৮ মে) তাকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি শেখ হাসিনার ধানমন্ডির সুধাসদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। বুধবার (৭ মে) সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

দুদক জানায়, শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে এই জিজ্ঞাসাবাদ। একই মামলায় তলব করা হয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং সাবেক সচিব মোকাম্মেল হককেও। মাহবুব আলী ইতোমধ্যে গ্রেফতার হলেও মোকাম্মেল হক পলাতক রয়েছেন।

এর আগে, গত জানুয়ারিতে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পে ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করে দুদক। মামলায় শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীসহ ১৯ জনকে আসামি করা হয়।

তলবি চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ে হাজির না হলে ধরে নেওয়া হবে—শেখ হাসিনার এ বিষয়ে কোনো বক্তব্য নেই।