Home বিনোদন অ্যান্টি অ্যাজিং ট্রিটমেন্ট নিয়েই শেফালির মৃত্যু? উঠছে প্রশ্ন

অ্যান্টি অ্যাজিং ট্রিটমেন্ট নিয়েই শেফালির মৃত্যু? উঠছে প্রশ্ন

শেফালি জরিওয়ালা

বিনোদন ডেস্ক: মাত্র ৪২ বছর বয়সে বলিউডের ‘রাতপরী’ অভিনেত্রী শেফালি জরিওয়ালার অকালপ্রয়াণে শোকস্তব্ধ গ্ল্যামার জগৎ। ‘কাঁটা লাগা’ গানের ঝড় তোলা সেই সাহসী তরুণীর মৃত্যু ঘিরে এখন চাঞ্চল্য এবং সংশয়। তিনি কি বার্ধক্য রুখতে গিয়ে চিকিৎসাগত ভুলের শিকার?

২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওতে বিদ্যুতের মতো ঝলকে ওঠা শেফালির আবেদন এতটাই প্রবল ছিল যে তাকে প্রিয়াঙ্কা চোপড়া কিংবা লারা দত্তের সমকক্ষ ভাবতেন অনেকে। তবে বলিউডে স্থায়ী স্থান করে নিতে পারেননি। ব্যক্তিগত জীবন ও শারীরিক জটিলতা, বিশেষ করে মৃগী রোগ, তার ক্যারিয়ারে আঘাত হানে।

বলিউড সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরে বার্ধক্য রোধে এক ধরনের ‘অ্যান্টি অ্যাজিং’ চিকিৎসা নিচ্ছিলেন শেফালি। মূলত চেহারার জেল্লা ধরে রাখতে ও বয়সের ছাপ এড়াতে এই চিকিৎসায় ভিটামিন সি ও গ্লুটাথিয়নের মতো উপাদান ব্যবহার করা হয়। গ্লুটাথিয়ন শরীর ডিটক্সিফাই করলেও এটি একেবারেই কসমেটিক ট্রিটমেন্ট এবং দীর্ঘমেয়াদে এর প্রভাব নিয়ে চিকিৎসকদের মত বিভক্ত।

অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে একাংশ প্রশ্ন তুলছে, এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়াই কি মৃত্যুর কারণ? যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ পায়নি। শেফালির ঘনিষ্ঠরা বলছেন, মৃত্যুর একদিন আগেও তিনি স্বামী পরাগ ও পোষ্যর সঙ্গে হেঁটে বেড়িয়েছেন। সোশাল মিডিয়ায় তার হাস্যোজ্জ্বল ছবি ঘুরে বেড়াচ্ছে, যা এই মৃত্যুকে আরও বেদনাদায়ক করে তুলেছে।

জীবনের শেষ অধ্যায়ে শেফালি ও তার স্বামী একটি কন্যাশিশু দত্তক নেওয়ার পরিকল্পনা করছিলেন। জীবনের উত্থান-পতনে ভরা এই অভিনেত্রীর যাত্রাপথে গ্ল্যামার, লড়াই ও আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হলো আজ এক গভীর শূন্যতা।