বিজনেসটুডে২৪ ডেস্ক: ৭৪ বছর বয়সি বিমানবাহিনীর প্রাক্তন সেনা কর্মী মোহনলাল অদ্ভুত এক পদ্ধতি অবলম্বন করে গ্রামবাসী ও আত্মীয়-বন্ধুদের চমকে দিয়েছেন। নিজের মৃত্যুর পর মানুষ তাঁকে কতটা সম্মান ও স্নেহ দেখাবে তা খতিয়ে দেখতে তিনি নিজে একটি ভুয়ো অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেছেন।
ভারতের বিহারের কোঞ্চি গ্রামের মোহনলালের ঘনিষ্ঠ কয়েকজনের সহযোগিতায় আয়োজন করা হয় সম্পূর্ণরূপে শাস্ত্রানুযায়ী শেষকৃত্য। সাদা কাপড়ে মোড়া তাঁর ‘মৃতদেহ’ ফুলের মালা দিয়ে সজ্জিত করা হয় এবং গ্রামের লোকজন ও আত্মীয়-পরিজনরা উপস্থিত থেকে শেষকৃত্যের আচার সম্পন্ন করেন। খবর ছড়িয়ে পড়তেই শয়ে শয়ে গ্রামের মানুষও সেখানে পৌঁছান।
শেষকৃত্যের পরই ঘটে চমকপ্রদ ঘটনা। আচমকাই খাট থেকে উঠে দাঁড়ান মোহনলাল নিজেই। জনসমক্ষে স্বীকার করেন, গোটা অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন পুরোটা ছিল সাজানো, এবং তিনি এখনও জীবিত। সংবাদমাধ্যমের সামনে মোহনলাল বলেন, “আমি জানতে চেয়েছিলাম মানুষ আমাকে কতটা সম্মান ও স্নেহ দেখায়। কে আমার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয় তা দেখাই ছিল আমার উদ্দেশ্য।”
মোহনলাল তার ভুয়ো দাহ অনুষ্ঠানের পর গ্রামবাসীর জন্য একটি ভোজসভা আয়োজন করেন। স্থানীয়রা তার এই অভিনব উদ্যোগ এবং সামাজিক কাজের প্রশংসা করেন। বিশেষ করে বর্ষার সময়ে শবদাহের অসুবিধা বিবেচনা করে তিনি সম্প্রতি নিজের খরচে গ্রামে একটি শ্মশানও নির্মাণ করেছেন।
মোহনলালের ব্যক্তিগত জীবনের কথাও জানা যায়—তার স্ত্রী জীবনজ্যোতি ১৪ বছর আগে মারা গিয়েছিলেন। তিনি তিন সন্তানের বাবা; দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে।
মোহনলালের এই অভিনব উদ্যোগ শুধু গ্রামবাসীর চমকই তৈরি করেনি, বরং মানব সম্পর্ক ও মানুষের শ্রদ্ধার মান মূল্যায়নের একটি নতুন দৃষ্টান্তও স্থাপন করেছে।