Home সারাদেশ ঘরে বউ রেখে শ্যালিকাকে নিয়ে উধাও

ঘরে বউ রেখে শ্যালিকাকে নিয়ে উধাও

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বরগুনা: ১৬ বছরের শ্যালিকাকে নিয়ে উধাও হয়ে গেছেন দুলাভাই। আর রবিবারের এই ঘটনা জানাজানির সাথে সাথে স্ত্রী কাজী অফিসে গিয়ে সম্পর্ক ছেদ করেছেন।

আমতলী উপজেলার পূর্বচিলা গ্রামের রনি খানের সাথে ২০২০ সালে বিয়ে হয়েছিল ফাহিমার ২০২০ সালে। তাদের ৩ বছরের একটি মেয়ে রয়েছে। অর্থনৈতিক কারণে ফাহিমা ছিলেন কর্মসূত্রে কাতারে। এ সময়ে শ্যালিকার সাথে প্রেমে জড়িয়ে পড়েন। গত বছর জুলাইয়ে ফাহিমা দেশে ফিরে আসেন। প্রতিবেশীদের মাধ্যমে তিনি জানতে পারেন যে তার বোনের সাথে স্বামী প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন। তবে প্রথমে তিনি বিষয়টি গুরুত্ব দেননি।  রবিবার বোনকে নিয়ে স্বামীর পালিয়ে যাওয়ার ঘটনায় তিনি ক্ষুব্ধ হন এবং রনি খানকে তালাক দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, স্বামীর অনৈতিক কর্মকাণ্ড সইতে না পেরে স্ত্রী ফাহিমা তালাক দিয়েছেন। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাহিমার এমন সাহসী কাজের সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

ফাহিমা আক্তার বলেন, স্বামী রনি খান ও ছোট বোন যখন সুখ চেয়েছেন তাদের সুখ দিয়েছি। ছোট বোনকে বিয়ে করে স্বামী যখন সুখে থাকতে চেয়েছে আমি তাকে তালাক দিয়ে তাদের জীবন থেকে সরে এসেছি। তিনি বলেন, আমি দোয়া করি তারা সুখে-শান্তিতে থাকুক। আমি আমার সন্তানকে নিয়ে জীবন কাটিয়ে দেব।

আমতলী পৌরসভার বিবাহ রেজিস্ট্রার মো. মিজানুর রহমান জানান, “ছোট বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় স্বামী রনি খাঁনকে স্ত্রী ফাহিমা আক্তার তালাক দিয়েছেন। আমার অফিসেই তালাক সম্পন্ন করেছেন তিনি।”

রনি খাঁন পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “আমি তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি।” তালাকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “শুনেছি আমাকে আমার স্ত্রী তালাক দিয়েছেন।” আমতলী থানার ওসি মো. আলিফুল ইসলাম আরিফ বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ নেই থানায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।