Home আন্তর্জাতিক জামায়াতকে ‘চিতাবাঘ’ আখ্যা দিয়ে যা বললেন হর্ষ বর্ধন শ্রিংলা

জামায়াতকে ‘চিতাবাঘ’ আখ্যা দিয়ে যা বললেন হর্ষ বর্ধন শ্রিংলা

হর্ষ বর্ধন শ্রিংলা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রাক্তন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ভারতের আন্তর্জাতিক কেন্দ্র (IIC)-এ বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। তিনি জামায়াত-ই-ইসলামির দিকে ইঙ্গিত করে বলেন, “তাদের হাতে রক্ত আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডের অংশ। একই মুসলিম ব্রাদারহুড যা বাংলাদেশ, মিশর, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন অংশে বিদ্যমান। এবং এই চিতাবাঘ তার দাগ পরিবর্তন করবে না।”

শ্রিংলা মনে করিয়ে দেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত-ই-ইসলামির ভূমিকা ছিল পাকিস্তানি সেনাবাহিনীর “সহায়ক বাহিনী” হিসেবে, এবং তাদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের উপর গণহত্যা সহ নৃশংসতার অভিযোগ রয়েছে। তিনি বলেন, “যদি কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠী আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তখন সতর্ক থাকা অপরিহার্য।”

প্রাক্তন কূটনীতিক বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপটেও সতর্কবার্তা দেন। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক ঢাকার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র সংগঠন জয়ী হয়েছে, যা স্বাধীনতার পর এই প্রথমবারের মতো। এটি, শ্রিংলার মতে, শত্রুতাপূর্ণ শক্তিগুলোর মধ্যে মিলনের সম্ভাবনার ইঙ্গিত, যা বিশেষভাবে জামায়াত-ই-ইসলামির নেতৃত্বাধীন বর্তমান রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে সক্রিয় হচ্ছে।

শ্রিংলা আরও বলেন, ভারত প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করলেও “যে দেশগুলোর সঙ্গে আমরা সীমান্ত ভাগ করি, সেসব ক্ষেত্রে ‘পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়’ নেই।” তিনি পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব এবং ISI-র সীমান্ত কার্যক্রমের দিকে সতর্ক দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাডেমিক ও প্রাক্তন রাজ্যসভা সদস্য জওহর সিরকার।

বিশ্লেষকরা মনে করেন, শ্রিংলার মন্তব্য শুধুই একটি কূটনৈতিক সতর্কবার্তা নয়, বরং বাংলাদেশে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর এর প্রভাবকে তুলে ধরার একটি স্পষ্ট ইঙ্গিত।