নয়ন দাস, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক আবাসিক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক হাফেজ মাওলানা রিয়াজুল ইসলামকে ক্ষুব্ধ স্থানীয়রা আটক করে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মধ্য প্রামাণিকপাড়ার একটি মক্তবে আটকে রাখে এবং গণপিটুনি দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে। অভিযুক্ত রিয়াজুল ইসলাম উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের আদর্শবাজার (সরাইপাড়) এলাকার বাসিন্দা এবং মাটিয়াল আদর্শ বাজার বিবি মরিয়ম রিয়াজুল জান্নাহ হাফেজিয়া আবাসিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কয়েকদিন আগে রিয়াজুল ইসলামের স্ত্রী বাবার বাড়িতে চলে যান। সেই সুযোগে তিনি মাদ্রাসার আবাসিক এক ছাত্রীকে (বয়স ১৪) রাতে নিজের কক্ষে ডেকে নেন এবং মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। ছাত্রীটি বাধা দিলে তাকে মারধর করেন। পরে ছাত্রীটি ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।
পরবর্তীতে ছাত্রীটির স্বজনরা ঘটনাটি জানতে পেরে রোববার রাতে রিয়াজুল ইসলামকে ধরে থানাহাট ইউনিয়নের মধ্য প্রামাণিকপাড়ার একটি মক্তবে নিয়ে যান এবং সেখানে আটকে রাখেন। পরে ক্ষুব্ধ স্থানীয়রা তাকে মারধর করে।
আটকের পর রিয়াজুল ইসলাম ছাত্রীকে শ্লীলতাহানির বিষয়টি স্বীকার করেন। তার এই স্বীকারোক্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি বলেন, “এক সপ্তাহ আগে স্ত্রী বাড়িতে না থাকায় ছাত্রীটিকে নিজের কক্ষে ডেকে নিই। পরে মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা করি। তবে শেষ পর্যন্ত করতে পারিনি।”
ভুক্তভোগীর পরিবারের বক্তব্য
ভুক্তভোগী ছাত্রীটির এক আত্মীয় জানান, “রাতের বেলা ওই শিক্ষক ছাত্রীটিকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়েছিলেন। পরে তার মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং বাধা দিলে বুকে ও মাথায় আঘাত করেন। এতে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে।”
পুলিশের পদক্ষেপ
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তা ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।
রেফারেন্স: স্থানীয় সূত্র, চিলমারী মডেল থানা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা।