Home সারাদেশ ঝিকরগাছায় নারীর শ্লীলতাহানি : বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

ঝিকরগাছায় নারীর শ্লীলতাহানি : বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: ঝিকরগাছায় এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ মোট চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশ পরিদর্শক আবু সাঈদ বৃহস্পতিবার আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে নাম থাকা আসামিরা হলেন- গদখালী ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পী, একই সংগঠনের বহিষ্কৃত দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন এবং আমিনুর রহমান। বর্তমানে অভিযুক্ত চারজনই কারাগারে আটক রয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার গভীর তদন্ত, আটক আসামিদের জবানবন্দি এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে এই চারজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ ভুক্তভোগী নারী তার শিশু সন্তানকে নিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পথে ঝিকরগাছার গদখালী বাজারে ইয়াসিন আরাফাতের সাথে তার পরিচয় হয়। এসময় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ইয়াসিন ওই নারীকে জাবেদ হোসেনের মোটরসাইকেলে তুলে দেন এবং অন্য আসামিরা তাদের অনুসরণ করেন। পরে একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে তারা ওই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।

ধর্ষণের পর ভুক্তভোগী নারী অসুস্থ হয়ে পড়লে আসামিরা তাকে শিশুসহ ফেলে রেখে পালিয়ে যায়। পরে কিছুটা সুস্থ হয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চান। তৎকালীন ওসি বাবলুর রহমান খান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং মোবাইল ফোন ট্র্যাক করে কয়েক ঘণ্টার মধ্যেই চার অভিযুক্তকে আটক করতে সক্ষম হন।

এই পাশবিক ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অভিযুক্তদের ছাত্রদল থেকে বহিষ্কার করা হয় এবং তাদের বিচারের দাবিতে যশোর ও ঝিকরগাছায় শিক্ষার্থীরা தொடর বিক্ষোভ করেন। ভুক্তভোগী নারীর পাশে দাঁড়াতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা তার বাড়িতে যান এবং সুষ্ঠু বিচার ও চিকিৎসার আশ্বাস দেন।