বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলার ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষের এই ঘটনা ঘটে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে কমিটির এক সভাকালে। আহতদের সবাই বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষ থেমে না থেকে হাসপাতালের জরুরি বিভাগেও তা ছড়িয়ে পড়ে, যেখানে দুপুর ১২টার দিকে দুই পক্ষ আবার মুখোমুখি সংঘাতে জড়ায়। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চিকিৎসাসেবা ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্কুলের পরিচালনা কমিটি নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি কমিটির সভাপতি নির্বাচিত হন জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম। বিএনপির পক্ষ এ কমিটিকে মানতে অস্বীকৃতি জানায়। বৃহস্পতিবারের সভায় এ নিয়ে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
আহত বিএনপি নেতাকর্মীরা হলেন: কানুহরপুর গ্রামের ইমাদুর রহমান, মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও রহমতুল্লাহ। অপরদিকে জামায়াতের আহতরা হলেন জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মণ্ডল, তোতা মিয়া ও সফর আলী।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রায় চার মাস আগে কমিটি গঠন নিয়ে বিরোধ শুরু হয়। বৃহস্পতিবার একপক্ষের হামলার মধ্য দিয়ে তা পুনরায় সহিংসতায় রূপ নেয়। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দায়ী করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে।