Home সারাদেশ সততা: ১৫ লাখ টাকা ফেরত দিয়ে আসলেন কুমিল্লার অটোচালক অনিক

সততা: ১৫ লাখ টাকা ফেরত দিয়ে আসলেন কুমিল্লার অটোচালক অনিক

বিজনেটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: যেখানে প্রতিদিন খবর হয় হাজার কোটি টাকার ঋণখেলাপি, ব্যাংক জালিয়াতি, আর লোভের মরণফাঁদে জর্জরিত অর্থনীতি—সেই সমাজেই এখনো টিকে আছে সৎ হৃদয়ের মানুষ। ঠিক তেমনই এক আশাব্যঞ্জক ঘটনা ঘটেছে কুমিল্লায়। অটোরিকশা চালক অনিক তাঁর সততা দিয়ে প্রমাণ করলেন, নৈতিকতা আজও শেষ হয়ে যায়নি।

বৃহস্পতিবার সকালে, কুমিল্লা নগরীর চৌধুরীপাড়ায় এক যাত্রী ভুলে অটোরিকশায় ফেলে যান টাকা ভর্তি ব্যাগ। তাড়াহুড়োয় সন্তানকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে ওই অভিভাবক নেমে পড়েন, কিন্তু ব্যাগটি অটোরিকশায় থেকেই যায়। কিছুক্ষণ পর ভুল বুঝতে পেরে খুঁজতে বের হন, কিন্তু তখন অটোচালকের কোনো হদিস মেলে না।

এদিকে প্রায় ৪০ মিনিট পর, সবাইকে চমকে দিয়ে সেই চালক অনিক নিজেই এসে হাজির হন ব্যাগের মালিকের বাসার আশপাশে। আশেপাশের লোকদের সাক্ষাতে তিনি সেই ব্যাগটি ফেরত দেন অক্ষত অবস্থায়, যেখানে ছিল প্রায় ১৫ লাখ টাকা।

অনিক বলেন, “ব্যাগ খুলে দেখি অনেক টাকা। আমি সঙ্গে সঙ্গে বাবাকে কল দিই। তিনি বলেন, এটা যার তার হাতে তুলে দে। হারাম টাকা নিয়ে চলা আমাদের পরিবারে শেখানো হয়নি।” অনিকের এই শিক্ষাই তাঁর সততার উৎস। জানা যায়, অনিকের বাবা নিজেও একজন অটোরিকশাচালক। তাদের পরিবারে প্রজন্ম ধরে নৈতিকতা ও সততার চর্চা চলে আসছে।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন অনিক। অনেকেই বলছেন, অনিকদের মতো মানুষই এই সমাজের সত্যিকারের সম্পদ। স্থানীয় বাসিন্দারা তাঁকে সম্মান জানাতে একাধিক উদ্যোগ নিয়েছেন।

এ ঘটনায় আমরা আবারও মনে করিয়ে দিই—যখন বড় বড় ব্যবসায়ী ব্যাংকের কোটি কোটি টাকা মেরে দিয়ে বিদেশে পলায়ন করে, তখন সমাজের একেবারে নিচু স্তরের কেউ অচেনা মানুষের ১৫ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সৃষ্টি করেন সততার অনন্য নজির।

অনিকের এই কাজ আমাদের নতুন করে আশা দেখায়। দেখায়, সৎ মানুষ এখনো আছেন—যারা অর্থের মোহকে উপেক্ষা করে মনুষ্যত্বের জয়গান করেন।