Home Second Lead ফেনীতে ১০ লাখ টাকা দাবি: ছাত্রনেতা নাহিদ রাব্বির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ফেনীতে ১০ লাখ টাকা দাবি: ছাত্রনেতা নাহিদ রাব্বির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরশুরাম উপজেলা সমন্বয়ক নাহিদ রাব্বি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পরশুরাম ( ফেনী): ফেনীর সিভিল সার্জন কার্যালয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক বেকার যুবকের কাছে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে পরশুরাম উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ রাব্বির বিরুদ্ধে। বুধবার (১৮ জুন) বিকেলে এই অভিযোগের ভিত্তিতে একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়, যা ঘিরে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া রেকর্ডিংয়ে শোনা যায়, আসন্ন লিখিত পরীক্ষার আগে ৪ লাখ টাকা অগ্রিম দিতে হবে এবং বাকি ৬ লাখ টাকা পরীক্ষার পর পরিশোধ করতে হবে। হৃদয় নামে এক যুবক দুই লাখ টাকা কম দেওয়ার অনুরোধ করলে নাহিদ রাব্বি তাকে স্পষ্ট জানিয়ে দেন, ‘১০ লাখ টাকা থেকে এক পয়সাও কম হবে না।’

এই ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে, সরকারি নিয়োগ পরীক্ষাকে ঘিরে এমন দুর্নীতির ছক কীভাবে সংগঠিত হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত। ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার (২০ জুন) সেখানে ১১৫টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে ১২ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে, অর্থাৎ প্রতিটি পদের জন্য গড়ে ১০৮ জন প্রার্থী লড়াই করছেন।

উল্লেখ্য, নাহিদ রাব্বিকে বিগত এক বছর ধরে বিভিন্ন সরকারি কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্রীয় ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে অতিথি আসনে দেখা গেছে। এনসিপির (ন্যাশনাল সিটিজেন্স পার্টি) সাথেও তার ঘনিষ্ঠতা উঠে এসেছে বিভিন্ন ছবি ও ভিডিওতে।

বিতর্কের মুখে বুধবার সন্ধ্যায় নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে নাহিদ রাব্বি দাবি করেন, ‘আমাকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। ২৪-এর গণঅভ্যুত্থানে আমরা যখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছি, তখনই একটি অপশক্তি তা রুখে দিতে চায়।’

তিনি আরও বলেন, ‘এআই প্রযুক্তি ব্যবহার করে আমার কণ্ঠ নকল করা হয়েছে। বিভিন্ন ভুয়া আইডি থেকে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নিন্দনীয় ও বিভ্রান্তিকর। জনগণকে অনুরোধ করব, সত্য যাচাই না করে কিছু বিশ্বাস করবেন না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।’

তবে এ বিষয়ে এখনো ফেনী জেলা প্রশাসন বা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

🔎 আপনার এলাকায় এমন ঘুষ বাণিজ্যের শিকার হয়েছেন?
আমাদের সঙ্গে তথ্য শেয়ার করুন। বিজনেসটুডে২৪ অনুসন্ধানে আপনার অভিজ্ঞতা গোপন রাখা হবে।

📢 প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হোন।

🗨️ আপনার মতামত দিন নিচের মন্তব্য ঘরে অথবা আমাদের ফেসবুক পাতায়।