Home সারাদেশ ‘দেশের এক ইঞ্চি মাটিও ছাড় নয়’ – নবীন সৈনিকদের উদ্দেশ্যে ডিজি

‘দেশের এক ইঞ্চি মাটিও ছাড় নয়’ – নবীন সৈনিকদের উদ্দেশ্যে ডিজি

বিজিবি’র ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

সৈয়দ মাহফুজ-উন-নবী ( খোকন ), সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন সৈনিকদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামানসহ বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও বেসামরিক প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল ৯টা ৩০ মিনিটে মহাপরিচালকের আগমন ও সশস্ত্র সালামের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নবীন সৈনিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ৮১৭ জন ইপিআর সদস্যকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একইসঙ্গে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।

বিজিবি মহাপরিচালক বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি অবিচল নিষ্ঠায় দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত রক্ষায় নিয়োজিত। সীমান্ত সুরক্ষা ছাড়াও মাদক, অস্ত্র ও নারী-শিশু পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ বাহিনী।” নবীন সৈনিকদের শৃঙ্খলা, সততা ও পেশাগত দক্ষতার মাধ্যমে বাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি।

নারী সৈনিকদের প্রতি বিশেষ বার্তায় তিনি বলেন, “স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদান অনস্বীকার্য। আজকের নারী সৈনিকরা যোগ্যতা ও নিষ্ঠার মাধ্যমে বিজিবির কর্মকাণ্ডে গতিশীলতা আনবে।”

সমাপনী কুচকাওয়াজ শেষে মহাপরিচালক সেরা চৌকস রিক্রুট সাইফ মিয়াসহ অন্যান্য সেরা নবীন সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে মনোজ্ঞ ট্রিক ড্রিল ও বিজিবি’র সুসজ্জিত ব্যান্ড ডিসপ্লে দর্শকদের মুগ্ধ করে।

উল্লেখ্য, ১০৩তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু হয় ২০২৫ সালের ২৬ জানুয়ারি। দীর্ঘ ২৪ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে ৬৯৪ জন নবীন সৈনিক (পুরুষ ৬৫৮ ও নারী ৩৬) শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে সৈনিক জীবনে পদার্পণ করলেন।