সোহেল রানা, ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের পুকুরে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতি সপ্তাহে দুই দিন করে মাসব্যাপী এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আনিসুজ্জামান।
এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তারা মনে করেন, সাঁতার জানা জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি দক্ষতা, যা দুর্ঘটনাকবলিত পরিস্থিতিতে অনেককে বাঁচাতে সহায়ক হতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে সাঁতার প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। প্রতিটি মানুষের সাঁতার জানা উচিত। এটি শুধু নিজের নিরাপত্তার জন্য নয়, বরং দক্ষ ও সাহসী সাঁতারু গড়ে তুলতেও সহায়ক হবে।”