Home আইন-আদালত আদালতে সাংবাদিকদের ‘দেখে নেয়ার’ হুমকি দিলেন বিএনপিপন্থী আইনজীবীরা

আদালতে সাংবাদিকদের ‘দেখে নেয়ার’ হুমকি দিলেন বিএনপিপন্থী আইনজীবীরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের ওপর সরাসরি চড়াও হন বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী। তারা সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি দেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে এ ঘটনা ঘটে। দুপুর ২টা ২০ মিনিটের দিকে মমতাজকে আদালতে হাজির করা হয় এবং পরে বিকেল ৩টা ৪ মিনিটে বিচারক জুয়েল রানার এজলাসে তোলা হয়। এ সময় সাংবাদিকরা তথ্য সংগ্রহে উপস্থিত হলে বিএনপিপন্থী আইনজীবী মাহবুব আলম ও আক্তার হোসেন তাদের এজলাস কক্ষ থেকে বের করে দিতে বলেন।

শুরু হয় বাকবিতণ্ডা। পরে শুনানি শেষে যখন সাংবাদিকরা বাইরে ভিডিও ধারণ করছিলেন, তখন ফের ওই দুই আইনজীবী উত্তেজিত হয়ে সাংবাদিকদের গালিগালাজ করেন এবং বলেন—“কে কোথায় কাজ করো, দেখে নেব!”

বেসরকারি টেলিভিশন ‘এখন’-এর রিপোর্টার রাব্বি হোসেন বলেন, “এক আইনজীবী বিএনপিপন্থী পরিচয় দিয়ে বলেন, ১৭ বছর ধরে এখানে আছি, দেখে নেব। আমাদের শারীরিকভাবে আঘাত করার চেষ্টা হয়।”

সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ মাহমুদ সিয়াম বলেন, “আমাকে ‘দালাল’ এবং ‘ধান্দাবাজ’ বলে গালি দেন। কয়েকজন আইনজীবী মারতে তেড়ে আসেন।”

ঘটনার সময় আদালত চত্বরে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও বিএনপিপন্থী ওই আইনজীবীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী অভিযুক্ত দুই আইনজীবীকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে বিএনপিপন্থী কয়েকজন সিনিয়র আইনজীবীও তাদের পক্ষ নিয়ে আচরণে সমর্থন জানান।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান বলেন, “বিএনপিপন্থী আইনজীবীদের এমন আক্রমণ নজিরবিহীন। দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।”