বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের সম্পর্ককে ‘পাওয়ার কাপল’ হিসেবে আখ্যায়িত করেছেন সাইফের প্রথম সংসারের মেয়ে সারা আলি খান। তার ভাষায়, বাবা ও সৎমায়ের মধ্যে যে বোঝাপড়া ও ভালোবাসা রয়েছে, তা সত্যিকার অর্থেই অনুকরণীয়।
সম্প্রতি ‘মেট্রো ইন ডিনো’ সিনেমার ট্রেলার উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সারাকে জিজ্ঞাসা করা হয়, বলিউডে তার চোখে সেরা ‘পাওয়ার কাপল’ কারা। কোনো চিন্তা না করেই সারা বলেন, “আমার কাছে সবচেয়ে শক্তিশালী জুটি হচ্ছে আমার বাবা সাইফ আলি খান এবং কারিনা কাপুর।”
সারার ভাষায়, তিনি নিজের বাবাকে তো ভালোবাসেনই, সেইসঙ্গে কারিনাকেও খুব পছন্দ করেন। একসঙ্গে এই দুইজনকে দেখে তার ভালোই লাগে। তাদের মধ্যে পারস্পরিক সম্মান ও ভালোবাসার যে বন্ধন, তা অনেকের কাছেই প্রশংসনীয়।
২০০৪ সালে অভিনেত্রী অমৃতা সিং-এর সঙ্গে বিচ্ছেদ হয় সাইফ আলি খানের। দীর্ঘ ১৩ বছর সংসার করার পর আলাদা হয়ে যান তারা। সেই সংসারে সারার পাশাপাশি জন্ম হয়েছিল ইব্রাহিম আলি খানের।
এরপর এক দশকেরও বেশি সময় একা ছিলেন সাইফ। ২০১২ সালে তিনি বলিউড তারকা কারিনা কাপুরকে ভালোবেসে বিয়ে করেন। বর্তমানে সাইফ-কারিনা দম্পতির দুই পুত্র সন্তান তৈমুর ও জেহ। দুজনে মিলেই গড়ে তুলেছেন এক স্থিতিশীল ও আনন্দময় সংসার।
সাইফ ও কারিনার এই সম্পর্ক বহুবার গণমাধ্যমে এসেছে ইতিবাচক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে। এবার তাদের প্রশংসায় সরাসরি কণ্ঠ মেলালেন সারাও।
✅ আপনার মতামত জানাতে নিচে মন্তব্য করুন
👍 প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন
📢 শেয়ার করে ছড়িয়ে দিন