বিনোদন ডেস্ক: বলিউডে নতুন প্রজন্মের তারকাদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। তাঁদের রসায়ন যেমন পর্দায় ঝলমলে, তেমনি বাস্তব জীবনেও জোর গুঞ্জন— তাঁরা নাকি একে অপরের প্রেমে পড়েছেন!
সম্প্রতি পরিচালক মোহিত সুরির নতুন ছবি ‘সাইয়ারা’-র নায়িকা অনীত পাড্ডা পা রেখেছেন ২৩ বছরে। গত ১৩ অক্টোবর ছিল তাঁর জন্মদিন, তবে উদ্যাপন শুরু হয়েছিল আগের রাতেই। ল্যাকমে ফ্যাশন উইকের গ্র্যান্ড ফিনালেতে তারুণ তাহিলিয়ানির শোস্টপার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সেখানেই যেন শুরু হয় জন্মদিনের উৎসবের আমেজ।
জন্মদিনের আসল সারপ্রাইজটি এল সহ-অভিনেতা আহান পাণ্ডের কাছ থেকে। ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেন একগুচ্ছ অদেখা ছবি— লন্ডনের কোল্ডপ্লে কনসার্টে তাঁদের একসঙ্গে আনন্দে ভরা মুহূর্তের ছবি। অনুরাগীরা যাঁরা সোশ্যাল মিডিয়ায় এই জুটিকে স্নেহভরে ‘অহনীত’ নামে ডাকেন, তাঁরা বলছেন, “এর থেকে ভাল বার্থডে গিফট আর হতে পারে না!”
এরপর ভাইরাল হয় জন্মদিনের এক ভিডিও— কালো পোশাকে উজ্জ্বল অনীত, পাশে আহান। কেক কেটে নেওয়ার পর আহান নিজ হাতে অনীতকে কেক খাওয়াচ্ছেন, আর চোখে চোখ রেখে মিষ্টি হাসি বিনিময় করছেন। মুহূর্তটি ছড়িয়ে পড়তেই নেটপাড়া জুড়ে শুরু হয় প্রেমের জল্পনা।
একজন লিখেছেন, “এতটাও অভিনয় করা যায় না, ওরা নিশ্চিত প্রেম করছে!”
আরেকজনের মতে, “আহানের ওই তাকানোটা সিনেমার মতোই!”
কেউ আবার মন্তব্য করেছেন, “শেষে অনীতের লজ্জা পাওয়া প্রমাণ, এ প্রেম বাস্তব।”
সোশ্যাল মিডিয়ায় এখন প্রশ্ন একটাই— সত্যিই কি ‘সাইয়ারা’র জুটি বাস্তবেও জড়িয়েছে সম্পর্কে?
এদিকে দু’জনেরই পেশাগত ব্যস্ততা তুঙ্গে। অনীত সম্প্রতি মাডক ফিল্মসের ‘শক্তি শালিনী’ ছবিতে কিয়ারা আডবানির জায়গায় সাইন করেছেন। অন্যদিকে, আহান প্রস্তুত হচ্ছেন শর্বরী ওয়াঘের সঙ্গে একটি নতুন অ্যাকশন সিনেমার জন্য।
অনস্ক্রিন বা অফস্ক্রিন— বলিউডের এই নতুন জুটি ইতিমধ্যেই দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছে।
সিটিএ (Call to Action):
👉 আপনি কী মনে করেন, আহান-অনীত সত্যিই প্রেম করছেন? নিচে মন্তব্য করে জানান আপনার মতামত!