বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিশিষ্ট শিল্পপতি ও আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে বাংলাদেশের পরিচিত মুখ সাঈদ হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাঈদ হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা, ভাষাসৈনিক ও সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরীর সন্তান। তিনি কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বড় ভাই। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যক্তিগত সচিব এমডি সোহেল।
ব্যবসায়ী হিসেবে তিনি দেশের অর্থনীতিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার নেতৃত্বাধীন এইচআরসি গ্রুপ দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। শুধু চা শিল্প নয়, এইচআরসি গ্রুপ পর্যটন, আবাসন, শিপিং , পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতেও বহু বছর ধরে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে।
চা শিল্পের বিকাশ ও মান উন্নয়নে তিনি সরাসরি ভূমিকা রেখেছেন। দেশের অভ্যন্তরে চা বাগান ব্যবস্থাপনা, নিলাম ব্যবস্থায় স্বচ্ছতা এবং আন্তর্জাতিক বাজারে দেশের চা পরিচিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেন।
ব্যবসায়িক সফলতার পাশাপাশি তিনি আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি স্পেনে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও সংস্থার সঙ্গে যুক্ত থেকে তিনি বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখেন।
মানবকল্যাণে তার আগ্রহ ছিল সব সময়। তিনি শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং দারিদ্র্য হ্রাসে নানা প্রকল্পে যুক্ত ছিলেন। নানা সংগঠন তাকে দেশি ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করেছে। একজন শিল্পোদ্যোক্তা হিসেবে তিনি শুধু ব্যবসা নয়, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতেন।
সাঈদ হোসেন চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, ব্যবসায়ী মহল, কূটনৈতিক পরিসর এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।