চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে সম্প্রতি ‘পরিবেশ সুরক্ষায় ইসলাম’ শীর্ষক উন্মুক্ত সেমিনার ও নবীনবরণ অনুষ্ঠিত হয়। বিভাগের প্রধান ড. মুহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির খালবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আযহারী, প্রভাষক মুহিউদ্দিন মাহবুব, প্রশাসনিক কর্মকর্তা এনামুল হকসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫% বনায়ন অপরিহার্য। বর্তমানে জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ হলো বন উজাড়, বৃক্ষনিধন এবং শিল্পবর্জ্য ও দূষণকারী উপকরণ যথেচ্ছভাবে ফেলা। রাসূল (সা.)-এর পরিবেশ সুরক্ষামূলক দৃষ্টান্ত উল্লেখ করে তারা বলেন, তিনি গাছ লাগানোর গুরুত্ব দিয়েছেন এবং গাছপালা থেকে পশুপাখির উপকার হলে তা রোপণকারীর জন্য সদকায়ে জারিয়ার সওয়াব হবে। পাশাপাশি, পানি ও বায়ু দূষণমুক্ত রাখার নির্দেশনাও ইসলামে রয়েছে।
বক্তারা আরও বলেন, গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তীব্র গরমে গাছ ছায়া দেয় এবং প্রাকৃতিক সুরক্ষা নিশ্চিত করে।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, মিষ্টিমুখ এবং দোয়া-মুনাজাতের মাধ্যমে সেমিনার শেষ হয়। শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগের জন্য ইসলামিক স্টাডিজ বিভাগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।-সংবাদ বিজ্ঞপ্তি