Home চট্টগ্রাম শ্রেণিকক্ষ থেকে কর্মক্ষেত্র, শিল্প সফরে নতুন অনুপ্রেরণা শিক্ষার্থীদের

শ্রেণিকক্ষ থেকে কর্মক্ষেত্র, শিল্প সফরে নতুন অনুপ্রেরণা শিক্ষার্থীদের

সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টিএসপি কমপ্লেক্স পরিদর্শন
চট্টগ্রাম: চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি শিল্প সফরের অংশ হিসেবে পতেঙ্গায় অবস্থিত টিএসপি কমপ্লেক্স লিমিটেড পরিদর্শন করেছেন। একাডেমিক কোর্সের অন্তর্ভুক্ত এই সফরের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা।

সহকারী অধ্যাপক শিমুল দাশের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রভাষক শাহনেওয়াজ জিকোর পরিকল্পনায় আয়োজিত সফরে বিবিএ ব্যাচ ৭৫ (বি১ ও বি২), একাউন্টিং মেজর ব্যাচ ৭০ ও ৭১-এর মোট ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সফরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সি.এম. আতিকুর রহমান।

শিল্প সফরের মূল লক্ষ্য ছিল বিশ্বমানের খরচ ব্যবস্থাপনা ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট অনুশীলন সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়া। টিএসপি কমপ্লেক্স লিমিটেড এ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য একটি বিশদ উপস্থাপনা আয়োজন করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (অপারেশন) ঝুমকু লতা মজুমদার, উপ-প্রধান রসায়নবিদ শুভ্রা বর্মণ, সহকারী প্রধান হিসাবরক্ষক মো. এমরান হোসেন এবং সহকারী রসায়নবিদ এলিনুর ফারহা।

কোর্স শিক্ষক শিমুল দাশ বলেন, “এই শিল্প পরিদর্শন শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বাড়িয়েছে এবং শিল্প খাতে কর্মজীবনের সুযোগ অন্বেষণে অনুপ্রাণিত করেছে। বাস্তব জীবনের অভিজ্ঞতা তাদের শ্রেণিকক্ষের পাঠকে আরও দৃঢ় করেছে।”

টিএসপি কমপ্লেক্সের মহাব্যবস্থাপক ঝুমকু লতা মজুমদার শিক্ষার্থীদের কৌতূহল ও অংশগ্রহণের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত কার্যকর বলে মন্তব্য করেন। সফরের শেষে সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা টিএসপি কমপ্লেক্স লিমিটেডের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

-সংবাদ বিজ্ঞপ্তি