Home চট্টগ্রাম সাউদার্নে পাকিস্তানের ১৪ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের সফর

সাউদার্নে পাকিস্তানের ১৪ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের সফর

 উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে মতবিনিময়

চট্টগ্রাম: পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শন করেছেন পাকিস্তানের ১৪টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফের নেতৃত্বে সম্প্রতি এই দলটি ক্যাম্পাস পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সাউদার্ন ইউনিভার্সিটির আমন্ত্রণে আয়োজিত এই সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

মতবিনিময় সভায় পাকিস্তানি প্রতিনিধি দলের সদস্যরা তাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার পরিবেশ, ভর্তির আবেদন প্রক্রিয়া এবং বিশেষ বৃত্তি বা স্কলারশিপের নানা সুযোগ-সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরেন। দুই দেশের মধ্যে শিক্ষা সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির বিষয়েও এতে গুরুত্বারোপ করা হয়।

প্রতিনিধি দলে পাকিস্তানের উচ্চ শিক্ষা কমিশন এবং বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন:
ইসলামাবাদ উচ্চ শিক্ষা কমিশনের প্রজেক্ট ডিরেক্টর জেহানজেব খান ও সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়াকার খান, ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্স (NUCES-FAST)-এর রেক্টর ড. আফতাব আহমেদ, এনইডি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. আমীর ইকবাল, এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (NUST)-এর ডেপুটি ডিরেক্টর জাফর আব্বাস নাগবি।

এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন করাচি ডিওডাব্লিউ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স, লিয়াকুত ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স, পাক-অস্ট্রিয়া ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, পেশোয়ার বিশ্ববিদ্যালয়, লাহোর বিশ্বিবিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাংগুয়েজ, কমসেটস ইউনিভার্সিটি, লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স (LUMS), ফাতিমা জিন্নাহ ওমেন ইউনিভার্সিটি এবং বিকনহাউস ন্যাশনাল ইউনিভার্সিটির ডিন, অধ্যাপক ও পরিচালকরা।

– সংবাদ বিজ্ঞপ্তি