Home চট্টগ্রাম সাতকানিয়া ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসা ক্যাম্প ও সুধী সমাবেশ

সাতকানিয়া ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসা ক্যাম্প ও সুধী সমাবেশ

দুই শতাধিক রোগীর বিশেষজ্ঞ চিকিৎসা সেবা গ্রহণ

চট্টগ্রাম: চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের অন্যতম সেবামূলক চিকিৎসা প্রতিষ্ঠান সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ২২ বছর পূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হাসপাতাল প্রাঙ্গণে ‘বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প’ এবং ‘সুধী সমাবেশ’ এর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

শুক্রবার বিকেলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাতকানিয়ার মতো প্রত্যন্ত অঞ্চলে সম্পূর্ণ অলাভজনক উদ্দেশ্যে পরিচালিত এই হাসপাতালের কার্যক্রম প্রশংসনীয়। তিনি হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি সাতকানিয়া এলাকায় আরও একটি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • ডা. এ. কে. আজাদ খান, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং জাতীয় অধ্যাপক।
  • আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য।
  • ডা. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, চট্টগ্রাম।

সাতকানিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি আবুল কালাম সামশুল হক তোহফার সভাপতিত্বে এবং সমিতির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কাসেম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল্লাহ ফরহাদ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প: এদিন সকাল ১১টা থেকে শুরু হওয়া চিকিৎসা ক্যাম্পে ঢাকার বারডেম হাসপাতালের ৮ জন প্রথিতযশা বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। বিশেষজ্ঞ দলের মধ্যে ছিলেন: জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান,অধ্যাপক ডা. এম. এ রশিদ (হৃদরোগ বিশেষজ্ঞ), অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, অধ্যাপক ডা. মো. কামরুল আহসান (চর্মরোগ বিশেষজ্ঞ), অধ্যাপক ডা. রাজিউর রহমান (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. সুধাংশু কুমার সাহা (কিডনী রোগ বিশেষজ্ঞ),  ডা. আবুল খায়ের আহমদ (ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ), ডা. সানজিদা আক্তার (নিউরোলোজি বিশেষজ্ঞ)

চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসা সেবা গ্রহণ করেন। উন্নত মানের সেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। দিবসটি উপলক্ষ্যে হাসপাতালের সামগ্রিক কার্যক্রম নিয়ে একটি সুদৃশ্য ও তথ্যসমৃদ্ধ স্মরণিকাও প্রকাশ করা হয়।

-সংবাদ বিঞ্জপ্তি