বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বুধবার অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে জয় পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।
আবু আয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক এবং ওই হলের আবাসিক শিক্ষার্থী।
নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর অংশ হিসেবে অংশ নিয়ে তিনি হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে জয়লাভ করেন।
পরিবার সূত্রে জানা যায়, আবু আয়াজ ও সাদিক কায়েমের পরিবার খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর গ্রামে বসবাস করেন। তাঁদের মূল বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তাঁদের বাবা পেশায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন এবং প্রায় চার দশক আগে ব্যবসার সূত্রে খাগড়াছড়িতে স্থায়ী হন।
আবু আয়াজ সাদিক কায়েমের একমাত্র ছোট ভাই। তাঁদের আরও তিন বোন রয়েছে। বড় ভাই সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে সক্রিয় থেকে ডাকসুর ভিপি নির্বাচিত হন, এবার ছোট ভাই আবু আয়াজও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে জয় ছিনিয়ে এনে পরিবারের গৌরব বাড়ালেন।
📣 কল টু অ্যাকশন (CTA):
👉 বিশ্ববিদ্যালয় নির্বাচন ও শিক্ষাঙ্গনের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন BusinessToday24.com