Home Second Lead সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: তদন্ত কমিটি, এসপি প্রত্যাহার

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: তদন্ত কমিটি, এসপি প্রত্যাহার

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ গমনের ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। এ ঘটনায় গঠিত হয়েছে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি। পাশাপাশি, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) ইনামুল হক সাগর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত আইজি (প্রশাসন)–কে প্রধান করে গঠিত কমিটি দ্রুত সময়ের মধ্যে ঘটনার বিস্তারিত অনুসন্ধান করবে।

সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এরই মধ্যে ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি, কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, ৭ মে দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ অবস্থায় সাধারণ যাত্রীবেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল, যাতে তাকে সহজে শনাক্ত না করা যায়। ইমিগ্রেশন বিভাগ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দেশত্যাগে বাধা দেয়নি।

এ বিষয়ে পুলিশের একজন ইমিগ্রেশন কর্মকর্তা বলেন, “আমরা মামলার বিষয়টি জানতাম, তবে তার বিদেশযাত্রার বিষয়ে আদালত বা দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না। ফলে আইনগতভাবে তাকে আটকানোর সুযোগ ছিল না।”

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতাও আসামি হয়েছেন।

ঘটনাটি সরকারের পতনের নয় মাসের মাথায় ঘটায় নতুন রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই দেশত্যাগ কতটা পরিকল্পিত, তা এখন তদন্তের আওতায় আসছে।