বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে ক্লাবের ৩০৮ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, এম হারুন-অর-রশীদ রোববার রাতে চট্টগ্রাম ক্লাবে অবস্থান করছিলেন এবং একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সোমবার সকালে তার একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল। কিন্তু বারবার ফোন করেও কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ দানা বাঁধে। পরবর্তীতে পরিবারের সদস্যরা ক্লাবে এসে দরজায় নক করলেও কোনো সাড়া না পেয়ে বারান্দার গ্লাসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ দেখতে পান।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর চিকিৎসকদের একটি দলও ক্লাবে এসে মরদেহ পরীক্ষা করেন। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান বলেন, ‘পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। এটি প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হচ্ছে, তবে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।’
উল্লেখ্য, এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে তিনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হন। দীর্ঘ সামরিক জীবন শেষে তিনি সেনাবাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতীয় সামরিক জীবনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।