Home বিনোদন জল্পনার অবসান: রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে সামান্থা

জল্পনার অবসান: রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে সামান্থা

বিনোদন ডেস্ক: দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন দক্ষিণি সিনেমার সুপারস্টার সামান্থা রুথ প্রভু ও জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরু। চাকচিক্য ও আড়ম্বরকে দূরে সরিয়ে অত্যন্ত ছিমছাম ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়েছে এই তারকা জুটির বিবাহ।

গত ১ ডিসেম্বর (রোববার) কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারের লিঙ্গ ভৈরবী মন্দিরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামান্থার শেয়ার করা ছবিতে দেখা যায়, প্রচলিত জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে তাঁরা ‘ভূতা শুদ্ধি বিবাহ’  নামক এক বিশেষ ও পবিত্র রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। একান্ত ব্যক্তিগত এই অনুষ্ঠানে শুধুমাত্র দুই পরিবারের নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

প্রেমের সূত্রপাত ও পরিণয়
জানা যায়, ২০২১ সালে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’-এর সেটে রাজ ও সামান্থার পরিচয়। ওই সিরিজে সামান্থা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। সেখান থেকেই তাদের ঘনিষ্ঠতা ও প্রেমের গুঞ্জনের শুরু। ২০২৪ সালের শুরু থেকে তাদের জনসমক্ষে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়। যদিও সম্পর্কের বিষয়ে তারা বরাবরই গোপনীয়তা বজায় রেখেছিলেন, তবে শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমেই সেই সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন।

তারকাদের শুভেচ্ছা ও বেকহ্যাম চমক
সামান্থার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ভুলেননি বিনোদন ও ক্রীড়া জগতের তারকারা। প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, অনন্যা পান্ডে, কাজল আগরওয়াল, তৃষা, নাজরিয়া ফাহাদ ও দিশা পাটানির মতো তারকারা তাঁদের অভিনন্দন জানিয়েছেন। তবে শুভেচ্ছাবার্তার তালিকায় সবচেয়ে বড় চমক ছিলেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। তিনি নবদম্পতির ছবিতে মন্তব্য করেছেন, ‘তোমাদের উভয়কেই শুভেচ্ছা জানাই।’

অতীত ও নতুন শুরু
উল্লেখযোগ্য যে, সামান্থা এবং রাজ—উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিয়ে হয়েছিল, যা ২০২১ সালে বিচ্ছেদে গড়ায়। নাগা চৈতন্য গত বছরই অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন। অন্যদিকে, ২০১৫ সালে শ্যামলী দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজ নিদিমোরু, ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। অতীতকে পেছনে ফেলে রাজ ও সামান্থা এখন নতুন জীবন শুরু করলেন।