মোঃমাসুদ রানা,রামগড়(খাগড়াছড়ি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কলেজ ছাত্রদল। রোববার (১৮ মে) সকালে রামগড় কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি কলেজ শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামগড় পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম রাজু।
বক্তব্য দেন রামগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহিদ অন্তর, রামগড় কলেজ ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল মতিন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সদস্য শেখ দাউদুল ইসলাম এবং পাতাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন।
বক্তারা বলেন, মেধাবী ছাত্রনেতা সাম্যকে হত্যার পর তদন্ত ও বিচার কার্যক্রমে চরম গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকারীরা এখনও ধরা পড়েনি, যা ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থা দুর্বল করছে।
তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার এবং দ্রুত বিচার সম্পন্ন করার জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিচারে বিলম্ব হলে এবং দোষীদের আড়াল করার চেষ্টা চললে আন্দোলন আরও কঠোর রূপ ধারণ করবে।
সমাবেশে রামগড় উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।