Home বিনোদন সারা আলি খানের ‘রহস্যময়’ প্রেমিক কে? ভাইরাল ভিডিওতে জল্পনা

সারা আলি খানের ‘রহস্যময়’ প্রেমিক কে? ভাইরাল ভিডিওতে জল্পনা

বিনোদন ডেস্ক: সইফ-কন্যা সারা আলি খানকে নিয়ে ফের সরগরম বলিউড পাড়া। নতুন কোনও ছবির জন্য নয়, এবার চর্চার কেন্দ্রে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন। প্রেমের গুঞ্জন যেন আবার নতুন করে ডানা মেলেছে।

সম্প্রতি মুম্বইয়ের এক গুরুদ্বারে দেখা গিয়েছে সারাকে। তবে একা নন, সেখানে তাঁর সঙ্গে ছিলেন এক বিশেষ পুরুষসঙ্গী। কিছুক্ষণের ব্যবধানে ওই গুরুদ্বারেই হাজির হন অর্জুন প্রতাপ বাজওয়া—আর তাতেই শুরু হয়েছে নতুন করে জল্পনা।

ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্ত। দেখা যাচ্ছে, প্রথমে গুরুদ্বার থেকে বেরিয়ে আসছেন সারা। কয়েক মিনিট পর সেখানে প্রবেশ করেন অর্জুন। সারা গাড়িতে উঠতেই তাতে সঙ্গী হন অর্জুনও। এরপর থেকেই বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে—‘এবার বুঝি প্রকাশ্যেই প্রেম!’

কে এই অর্জুন বাজওয়া? জানা যাচ্ছে, তিনি পঞ্জাবের প্রবীণ বিজেপি নেতা ফতেহ জং সিং বাজওয়ার ছেলে। তবে রাজনৈতিক নয়, অর্জুনের পরিচিতি মূলত মডেলিং জগতে। বিজ্ঞাপন জগতে এক পরিচিত মুখ অর্জুন, সেই সঙ্গে একজন পেশাদার এমএমএ ফাইটারও।

এই প্রথম নয়, সারার সঙ্গে অর্জুনের বন্ধুত্ব নিয়ে আগেও গুঞ্জন শোনা গিয়েছে। ২০২৪ সালের অক্টোবরে কেদারনাথে তাঁদের একসঙ্গে দেখা যায়। তারপর কামাখ্যায় পুজো এবং রাজস্থানে ছুটি কাটাতে যাওয়া—সবকিছুই একে অপরের উপস্থিতিতে।

যদিও এত কিছুর পরও সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি সারা বা অর্জুন কেউই। কিন্তু তাঁদের একসঙ্গে যাতায়াত, ভ্রমণ এবং বারবার একসঙ্গে ধরা পড়া—সব মিলিয়ে বলিউড এখন সরব, সত্যিই কি নতুন কোনও প্রেম কাহিনি শুরু হলো?

পাঠকেরাও মুখিয়ে, এবার মুখ খুলবেন তো সারা?