Home বিনোদন সালমান খানের কালো অধ্যায়: হরিণ হত্যা থেকে হিট অ্যান্ড রান

সালমান খানের কালো অধ্যায়: হরিণ হত্যা থেকে হিট অ্যান্ড রান

বলিউডের অন্ধকার পাতা

পর্ব ৩:

আমিরুল মোমেনিন

বলিউডের ‘ভাইজান’ নামেই পরিচিত সালমান খান। কিন্তু তাঁর ব্যক্তিজীবনে রয়েছে একাধিক বিতর্ক, মামলা ও কেলেঙ্কারির ইতিহাস। কখনো বন্দুক হাতে হরিণ হত্যার অভিযোগ, কখনো মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে চাপা দিয়ে হত্যা—সব মিলিয়ে সালমানের জীবনের এই অধ্যায় যেন সিনেমার চেয়েও নাটকীয়।

১. হরিণ হত্যা মামলা

১৯৯৮ সালের সেপ্টেম্বরে রাজস্থানের যোধপুরে ‘হম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলছিল। তখন সালমান খান, সাইফ আলি খান, টাবু, নীলম ও সোনালি বেন্দ্রে একটি গাড়িতে বের হন। অভিযোগ, সেদিন সালমান খান নিজের লাইসেন্সবিহীন অস্ত্র দিয়ে দুইটি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেন।

হরিণ দুটি শিকার করা হয়েছিল বিষ্ণোই সম্প্রদায়ের ধর্মীয় এলাকায়, যারা হরিণ রক্ষায় জীবন দিতেও পিছপা হন না। এরপরই মামলা হয় সালমান খানের বিরুদ্ধে।

এই মামলার বিচারে বেশ কয়েকবার কারাদণ্ড দেওয়া হলেও উচ্চ আদালতে আপিলের মাধ্যমে তিনি বারবার জামিন পান। সর্বশেষ ২০১৮ সালে রাজস্থান আদালত তাঁকে ৫ বছরের কারাদণ্ড দিলেও, মাত্র দু’দিনের মধ্যে জামিনে মুক্তি পান সালমান।

২. হিট অ্যান্ড রান মামলা

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে মুম্বাইয়ের বান্দ্রায় একটি বেকারির সামনে ফুটপাথে ঘুমিয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায় সালমান খানের গাড়ি। একজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান, আহত হন আরও চারজন।

অভিযোগ ছিল, সালমান মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু মামলায় একাধিকবার সাক্ষী পরিবর্তন, বিলম্বিত শুনানি ও প্রভাবশালী আইনজীবীর কৌশলে মামলা দীর্ঘায়িত হতে থাকে।

২০১৫ সালে নিম্ন আদালত সালমানকে ৫ বছরের জেল দিলেও, উচ্চ আদালত সেই রায় বাতিল করে বেকসুর খালাস ঘোষণা করে। আদালতের যুক্তি ছিল, “গাড়ি সালমান নয়, তার চালক চালাচ্ছিলেন।”

এই রায় নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রভাবশালীদের জন্য বিচারব্যবস্থা আলাদা কিনা—সেই প্রশ্ন আবারও সামনে আসে।

৩. বলিউডে সালমানের প্রভাব ও বিতর্ক

আইনানুগ এই ‘মুক্তি’র পরেও সালমানের জনপ্রিয়তা একটুও কমেনি। ‘বিগ বস’-এর মতো শো, ঈদের ব্লকবাস্টার সিনেমা, দানশীল কর্মকাণ্ড—সব কিছুতেই তিনি নিয়মিত আলোচনায়।

তবে অনেকের মতে, বলিউডে সালমান খান নিজের প্রভাব খাটিয়ে বহু নতুন অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ার গড়তেও সাহায্য করেন, আবার কারও কারও ক্যারিয়ার ধ্বংসেও ভূমিকা রাখেন।

📣 মতামত দিন

আপনি কি মনে করেন, সালমান খান সত্যিই আইনের শাসনের ঊর্ধ্বে ছিলেন, নাকি এটা আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতা?


পরবর্তী পর্বে থাকছে:

‘কঙ্গনা রানাউত: নেপোটিজম থেকে রাষ্ট্রযুদ্ধ পর্যন্ত এক বিদ্রোহিণীর কাহিনি’
(স্বজনপোষণের বিরুদ্ধে তীর ছুড়ে বলিউড ও মহারাষ্ট্রের সঙ্গে প্রকাশ্য লড়াই)