Home বিনোদন সালমান শাহ হত্যা মামলা নতুন মোড়ে: সামিরাকে দায়ী করলেন শাহরান

সালমান শাহ হত্যা মামলা নতুন মোড়ে: সামিরাকে দায়ী করলেন শাহরান

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আবারও আলোচনার কেন্দ্রে এসেছে তাঁর মৃত্যুর রহস্য। দীর্ঘদিন ‘আত্মহত্যা মামলা’ হিসেবে চলা এই ঘটনাটি আদালতের নির্দেশে এবার ‘হত্যা মামলা’ হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। আর সেই হত্যা মামলার এক নম্বর আসামি হিসেবে নাম এসেছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের।

এই প্রেক্ষাপটেই শুক্রবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে নিজের ক্ষোভ ও বেদনা প্রকাশ করেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী। প্রায় আধা ঘণ্টার ওই লাইভে তিনি সরাসরি বলেন, “একাধিক শক্তিশালী কারণে সামিরাকে সালমান শাহ হত্যার জন্য দায়ী করা হয়েছে।”

সামিরার উদ্দেশে শাহরান বলেন, “আমি সালমানের ভাই, সে কারণে আপনার সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল। আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আপনি ফোন ধরেননি। আমার মনে হয় আপনার বয়স হয়েছে, হয়তো অনেক কিছুই মনে নাই। আমি আপনাকে ছোট করবো না, কিন্তু আপনি একবার ভাবুন, আপনি বগুড়া থেকে কেন ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। আমার ভাই কিন্তু সবকিছুই আমার সঙ্গে শেয়ার করতো।”

লাইভে শাহরান আরও বলেন, “আমি আজকে সেটা বলবো না যে আপনি বগুড়ায় কী করতেন এবং কেন ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। সেটা আপনি ভালো জানেন। আমি শুধু বলবো, আপনার কর্মের জন্য আপনি আল্লাহর কাছে মাফ চান।”

সালমানের ভাই অভিযোগ করেন, অভিনেতা ফারুক নামের এক ব্যক্তি সালমানের বন্ধু পরিচয়ে তাঁদের জীবনে বিভ্রান্তি তৈরি করেছিলেন। তাঁর দাবি, অভিনয় দক্ষতা না থাকা সত্ত্বেও সালমান শাহর অনুরোধে সিনেমায় সুযোগ পেতেন ফারুক, কিন্তু পরে তিনিই সালমান ও শাবনূরের সম্পর্ক নিয়ে সামিরার কাছে ভুল তথ্য দিতেন।

লাইভের শেষ দিকে কান্নায় ভেঙে পড়েন শাহরান চৌধুরী। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “সামিরার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত স্বাভাবিক জীবন ছিল সালমানের। কিন্তু সামিরা আসার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছিল।”

উল্লেখ্য, সালমান শাহ ১৯৯০-এর দশকে ঢালিউডে এক অনন্য নায়ক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি উপহার দেন কেয়ামত থেকে কেয়ামত, অনন্ত ভালোবাসা, বিক্ষোভ, সুজন সখী, চাওয়া তোমায় চেয়ে থাকতেসহ একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার বাসায় তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।

প্রথমে পুলিশ আত্মহত্যা বলে রিপোর্ট দিলেও, সালমানের পরিবার ও ভক্তরা শুরু থেকেই অভিযোগ করে আসছেন এটি হত্যাকাণ্ড। দীর্ঘ তদন্ত, জবানবন্দি ও নানা জটিলতার পর আদালতের নির্দেশে মামলাটি এখন হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তে গেছে।

আপনার কী মত সালমান শাহর মৃত্যুর এই নতুন তদন্ত নিয়ে?
মন্তব্যে জানান মতামত।
প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, ঢালিউডের এমন আরও খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।