বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) ৫ নম্বর সেক্টরে অবস্থিত ‘আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের নয়তলা কারখানায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম এবং পিপি জাতীয় তোয়ালে প্রস্তুতকারক কারখানা হিসেবে পরিচিত।
আগুনের সূত্রপাত মূলত ভবনের সপ্তম তলায় হলেও তা দ্রুত নিচের তলায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় উপরের দুটি তলা এবং কয়েকটি দেয়াল ভেঙে পড়েছে। আগুনের শিখা ভবনের ছাদ পেরিয়ে ১০০ ফুট ওপর পর্যন্ত উঠছে, এবং ধোঁয়ার কালো ঢেউ পুরো এলাকায় নেমে এসেছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, প্রথমে ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে নৌবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে মিলিয়ে মোট প্রায় ২০টি ইউনিট এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
কারখানায় মোট প্রায় ৭০০–৮০০ শ্রমিক কাজ করতেন। তবে আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গে শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সুবাহান জানান, শ্রমিকদের নিরাপদে বের করে আনা হয়েছে, তাই হতাহতের আশঙ্কা নেই।
ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা জনতার ভিড় সামলানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সঠিক সূত্রপাত এখনও জানা যায়নি। তবে ভবনের ভেতরে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আধুনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে।
প্রতিবেশী কারখানার কর্মচারীরা জানান, আদম ক্যাপ্সে ব্যবহৃত টিস্যু জাতীয় কাঁচামাল ও পিপি পণ্য আগুনের তীব্রতা আরও বাড়াচ্ছে। কয়েকবার বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। আশপাশের কারখানাগুলোর ওপরও আগুনের তাপ প্রভাব ফেলতে পারে বলে ফায়ার সার্ভিস আশঙ্কা প্রকাশ করেছে।
উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং ফায়ার সার্ভিস জানাচ্ছে, সর্বাত্মক প্রচেষ্টা চলছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।