
গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন এমন একটি নির্বাচন আয়োজন করতে চায় যা হবে আয়নার মতো স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য। এজন্য গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, “আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ায় অগ্রসর হতে চাই। আগামী নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই, যাতে সারা বিশ্ব তা দেখতে পায়। এজন্য আয়নার মতো পরিস্কার করে নির্বাচনটা করতে চাই। এতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, “আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। এজন্য আপনাদের পরামর্শ চাই। মিডিয়াকে পার্টনার হিসেবে পেতে চাই, কারণ মিস ইনফর্মেশন ও ডিসইনফর্মেশন মোকাবিলায় আপনারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
সিইসি এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসি সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই সংলাপে ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নেন। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাদা সেশন অনুষ্ঠিত হবে।
আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে কমিশন।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, “ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে সংলাপে ২৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন, আর দুপুরের সেশনে প্রিন্ট মিডিয়ার প্রায় ১৫ জন সাংবাদিক অংশগ্রহণ করবেন।”
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নারী নেত্রী ও মুক্তিযোদ্ধাসহ সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ করছে নির্বাচন কমিশন।
গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ সংলাপে ইতোমধ্যেই সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা অংশ নিয়েছেন। তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সবার নিরাপত্তা এবং গণমাধ্যমের অবাধ কাজের পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সংলাপে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, নির্বাচনের প্রস্তুতি থেকে শুরু করে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপে গণমাধ্যমের স্বাধীন, নিরপেক্ষ ও তথ্যসমৃদ্ধ ভূমিকা একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।